আমাদের কথা খুঁজে নিন

   

মুখোমুখি

(১/১১ এর পরবর্তী পরিস্থিতিতে লিখা) চারদিকে চেয়ে দ্যাখো, এখন দুঃসময় প্রতিবাদী হলেই জরূরী আইন লংঘন সৎকথা বললেই একের পর এক মামলা কালো গাড়ি, অজ্ঞাতস্থানে রিমাণ্ড নামক নির্যাতন নামেমাত্র বিচার বিভাগ স্বাধীন, প্রহসনের বিচার জজ চেম্বারে অদৃশ্য উর্দ্ধতন কর্তৃপক্ষের জরূরী ফোন পিছনে ফিরে যাও সেটিও পারবে না চারপাশে বন্দুকের নল সতর্ক প্রহরায় চকচকে স্বপ্নগুলো মরীচিকা হয়ে স্থির পড়ে আছে তোমাদের সুখের সম্ভাবনা রাইফেলের নিচে জিম্মি শরীর থেকে ঝরছে তোমাদের পরিশ্রমের ঘাম এই পোড়া ইটের ভেতরে লিখা আছে তোমাদের নাম তোমাদের সংগ্রামের কাহিনী, পরাজিত জীবনের নকশীকাঁথা এবার সামনে তাকাও, তাকাতেই হবে পিছনে যাওয়ার পথ যে রূদ্ধ! মুখোমুখি দাড়াবার দিন এসে গ্যাছে সামনে পা বাড়াও যদিও বন্দুকের নল উচিয়ে দাড়িয়ে আছে শাসকদের লোভাতুর চামচিকে ভয় পেয়ো না, মনের স্ক্রীণে দ্যাখো অতীত ইতিহাস সামনে পা বাড়াও, জাগবার দিন আজ শোষণের মৌলিক মুখোশ ছিড়ে আনতেই হবে বুনতে হবে জামদানিতে শ্রম বিপ্লবের নতুন কারুকাজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।