আমাদের কথা খুঁজে নিন

   

কবিতার মুখোমুখি

পাখি এক্সপ্রেস

===>> ১ এখানে মরু নেই, তাই স্বপ্নও নেই। যারা বহুদিন ধরে প্রাসাদ বানিয়ে মধু কিনতে চলে গ্যাছে আর ফিরবে না। কেউ কিছু সত্য কথা লিখে গ্যাছে দরদ দিয়ে। যে বলেছে মাঝমরুতে পানির পাত্র শুধু নিজের জন্যই ঝুলিয়ে রাখতে হয়- মিথ্যে বলেনি, সে মিথ্যে বলেনি। ===>> ২ অধিকাংশ মানুষ, যারা প্রেমিকার পায়ের ফাঁকে বিসর্জিত হতো, এখন প্রতারনা শিখে নেবে এটি গুজব হতে পারে। ===>> ৩ কবিতা এখন আর দু:খ ধারণ করতে চায় না সুন্দর এমন গোঁয়ার হয়! কবি এবং কবিতা মুখোমুখি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।