আমাদের কথা খুঁজে নিন

   

বাতাসের মুখোমুখি

ঘরে ফেরে নিরালা নিঝুম অন্ধকারে বিচ্ছিন্ন আকাশে চোখ মেলে ধরে তেমন স্পষ্ট কোনো কষ্ট খুঁজে পাইনা। শুধু বাতাসে একটা ঢাকাই শাড়ি ওড়ার শব্দ ভেসে আসে আর আমি তখন মালকোষে গান ধরি, আনন্দধারার গান। ক’টা বাজে? Oh, I must go down to the sea now! কিন্তু কি লাভ? এখনতো আর কেউ সমুদ্রে যাবে না। এমন তীব্র বাতাস, অথচ এখন আর কেউই সাগরে যাবে না! তবে আমি যাব ঠিকই। সমুদ্রের জলে দেহ ধুয়ে নিয়ে আজ দাড়ব গিয়ে ওই ফেনিল সাগরের তীরে, বাতাসের মুখোমুখি, একাকী। (Note: "I must go down to the seas again" John Masefield এর অসাধারন কবিতা Fever এর প্রথম লাইন)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।