আমাদের কথা খুঁজে নিন

   

প্রবাসে বসন্ত

অবসরের হিসেব মিলাতে যেখানে হিমশিম খাচ্ছি প্রতিদিন সেখানে ঋতুর হিসেব!!প্রকৃতিতে রঙের যে ছোয়া লাগলো তা এ ব্যস্ত শহরে বসেতো বোঝা যায় না আমি কিন্তূ তা বলিনি । তাহলে মনে আর রঙ লাগবে কোথা থেকে। ?!! ব্যস্ত শহরে বসন্তএসেছে! বকুল বিছানো পথে, পিয়াল ফুলের রেণু মেখে ঘন পল্লব কুঞ্জে কিংবা বন মলি্লকা কুঞ্জে বসন্ত যেন আসে কবির মত এমন গাঢ় আমন্ত্রণ আমিত করিনি তবু বসন্ত এসেছে!!শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ার রঙে, মহুয়ার গন্ধে আকাশ বাতাসে বসন্তের উপস্থিতি; হে ইংল্যান্ডে বসন্ত বড়ই বৈচিত্র্যময়। মার্চ প্রায় শেষ, প্রকৃতি নিজেকে রাঙিয়ে তুলছে আপন রঙ্গে। যে পথটা ধরে প্রতিদিন আসাযাওয়া সে চেনা পথের ধারে হরেক রকম অচেনা ফুলের সমারোহে।

রোদে ঝলমল করে হাসছে ফুলগুলো। দেশে কবে বসন্ত বরণ শেষ হয়ে , চৈতালি উত্সব শুরু হয়ে গেছে, যাক দেরিতে হলেও আবার এসেছে মধুর বসন্ত!ঋতু রাজ বসন্ত-কে বরণ করে নেই এভাবেই/ কবি বলেন "সবার কাছে বসন্ত ঋতু একান্ত প্রার্থীত একটি ঋতু আমার প্রিয় বর্ষা"। নাহ কবির মত আমি চাইনা আমার প্রকৃতি জুড়ে সারাক্ষণ বর্ষা নেমে আসুক/ প্রকৃতির নিজস্বতা বলে কিছু আছেত তাইনা আমি সেটা কে ভাঙ্গবো কেন/রঙ্গে রঙিন বসন্ত ভালবাসা আর উন্মাদনার বসন্ত.. বাতাসে লুকায়ে থেকে কে-যে তোরে গেছে ডেকে , পাতায় পাতায় তোরে পত্র সে-যে গেছে লেখি । কখন্‌ দখিন হতে কে দিল দুয়ার ঠেলি , চমকি উঠিল জাগি চামেলি নয়ন মেলি । বকুল পেয়েছে ছাড়া , করবী দিয়েছে সাড়া , শিরীষ শিহরী উঠে দূর হতে কারে দেখি ।

। কেউ কেউ আছেন স্বপ্ন বিলাসী, কিংবা গান অর কবিতা নিয়া মাতামাতি.. মাঝে মাঝে প্রকৃতি নিয়ে বিলাস/ জোছনা বিলাস/আমিও তাদের একজন/ভালো লাগছে/উপভোগ করি বা না করি প্রবাসে বসে কিছুক্ষণের জন্য হলেও এ আমার বসন্তবিলাস/ “যখন মল্লিকাবনে প্রথম ধরেছে কলি তোমার লাগিয়া তখনি বন্ধু , বেঁধেছিনু অঞ্জলি । তখনো কুহেলিজালে সখা , তরুণী উষার ভালে শিশিরে শিশিরে অরুণমালিকা উঠিতেছে ছলছলি । এখনো বনের গান বন্ধু , হয় নি তো অবসান , তবু এখনি যাবে কি চলি । ও মোর করুণ বল্লিকা , তোর শ্রান্ত মল্লিকা ঝরো-ঝরো হল , এই বেলা তোর শেষ কথা দিস বলি ।

। ( রবি ঠাকুর) রঙিন আবেশ দোলা দিতে এসেছে এই বসন্ত , দখিনা পবনে খোলা জানালায় স্থবির মনে এমনই দোলা দিয়া যায় এ আমার বসন্ত। ক্ষনিকের জন্য হলেও যেন আজ সব ভুলে সবাই বলি মধুর বাঁশরী বাজাতে মধুর বসন্ত এসেছে; মধুর মলয় সমীরে মধুর মিলন রটাতে। সুখেরও বসন্ত সুখে হোক সারা। বসন্ত উত্সব মেতে উঠুন/ সবাইকে বর্ণিল বসন্তের শুভেচ্ছ লেখটা শেয়ার করা।

লিনক Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।