আমাদের কথা খুঁজে নিন

   

মিশরে নতুন সতের পিরামিডের সন্ধান

ঘাস ফুল আরো সতেরোটা প্রচীন পিরামিডের সন্ধান পেয়েছে মিশর। মাটির তলার এইসব প্রাচীন পিরামিডগুলির সঙ্গে আরও অনেক পুরাতাত্ত্বিক জিনিসপত্রের সন্ধান পাওয়া গেছে। সতেরোটা পিরামিড, তিন হাজারের বেশি পুরাতাত্ত্বিক বাড়িঘর, অসংখ্য মিনার, প্রচুর প্রাচীন নিদর্শনের এই রতœভান্ডারের সন্ধান স্যাটেলাইট পেয়েছে মিশরের নীলনদের উপত্যকায়। কীভাবে এল এই আশ্চর্য আবিষ্কার? এই গবেষণার দায়িত্বে যিনি ছিলেন, সেই ড. সারা পারকাক নাসার তরফে বলেছেন, এমন একটা আবিষ্কার অকল্পনীয়। দুই বছর ধরে আমরা সন্ধান চালিয়েছি।

প্রথাগত পদ্ধতিতে পাওয়া গিয়েছিল মাত্র দুটি প্রাচীন পিরামিডের সন্ধান। তারপর আমরা ইনফ্রা রে ব্যবহার করলাম। ইনফ্রা রে মাটির তলার ৭০০ মিটার পর্যন্ত অনায়াসে গিয়ে ছবি তুলে ফেলে। আর তাতেই সবচেয়ে উত্তেজক দৃশ্য অবশ্য টানিসে দেখেছেন বলে জানিয়েছেন ডা. সারা পরাকাক। তিনি জানান, যেন ইতিহাস চোখের সামনে ফুটে উঠেছে।

সংগ্রহীত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।