আমাদের কথা খুঁজে নিন

   

মিশরে কোন বাংলাদেশি হতাহতের খবর নেই

মিশরে সহিংসতায় এই পর্যন্ত কোন বাংলাদেশি নিহতের খবর নেই কায়রো দূতাবাসের কাছে।

এছাড়া মিশরে চলমান সহিংসতার মাঝেও সেখানে অবস্থানরত বাংলাদেশিরা নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সূত্রমতে, মিশরে অবস্থানরত ১৫ হাজার বাংলাদেশি নিরাপদে আছেন বলে কায়রো দূতাবাস থেকে জানানো হয়েছে। 

উল্লেখ্য, দেশটির রাজধানী কায়রোতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সেনা অভিযানে প্রায় দেড়শ’ মানুষ নিহত হওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয় এই আশ্বাস দিল। এদিকে  দেশটির অন্তর্বর্তী সরকার সহিংসতার মাত্রা তীব্রতর হওয়ায় মিশরে মাসব্যাপী জরুরি অবস্থা জারি করেছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।