আমাদের কথা খুঁজে নিন

   

মিশরে নিহত আরও ৯৫, গ্রেফতার ৮২১

মিশরে সরকারবিরোধী বিক্ষোভ বের করলে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৯৫ জনের বেশি নিহত হয়েছে। হতাহতের ঘটনা বেশির ভাগই রাজধানী কায়রোয় ঘটেছে। এদিকে মুরসির দল মুসলিম ব্রাদারহুডের ৮২১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।  

গতকাল জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।

 

মুরসিপন্থিদের শিবির সেনা অভিযান চালিয়ে গুড়িয়ে দেয়ার ঘটনায় ৬৩৮ জন নিহতের প্রতিবাদে গতকালের দিনটিকে ‘ক্রোধের দিন’ হিসেবে ঘোষণা দেয় মুসলিম ব্রাদারহুড। এ জন্য গতকাল জুমার নামাজের পর কায়রোর আশপাশের ২৮টি মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।  

মুরসিতে ক্ষমতাচ্যুত করার ঘটনাকে ক্যু হিসেবে অভিহিত করে বিক্ষোভকারীরা স্লোগান দেয় ‘জনগণ ক্যুর অবসান ঘটাতে চায়’।  

বিবিসির এক সংবাদদাতা জানান, একটি পুলিশ স্টেশনে আগুনে দেয়া হলে বিক্ষোভ খুব দ্রুত সহিংসতায় রূপ নেয়। রামসেস স্কয়ারের মসজিদ থেকে ১২টি মরদেহ বের করতে দেখেছেন তিনি।

 

মিশরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, আন্দোলনরত মুসলিম ব্রাদারহুডের ৮২১ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এসব কর্মীদের আটকের সময় তাদের অনেকের কাছে ‍হাতবোমা, পিস্তলসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।