আমাদের কথা খুঁজে নিন

   

সংলাপের তাগাদা কূটনীতিকদের

দ্রুততম সময়ে সংলাপ শুরু করতে দুই দলকে যত দ্রুত সম্ভব সংলাপে বসার তাগিদ দিয়েছেন ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকরা। তারা বলেছেন, দুই দলের মধ্যে কিছু ইতিবাচক অগ্রগতি লক্ষ করা গেছে। গতকাল সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যও ইতিবাচক ছিল।

আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে নতুন সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা নতুন নির্বাচনের পথ প্রশস্ত করতে দ্রুত সংলাপ শুরুর তাগিদ দেন।

বৈঠকের পরে ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান,  কূটনীতিকদের কাছে তিনি বিএনপি ছাড়া নির্বাচনে যাওয়ার প্রেক্ষাপট তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকার অবশ্যই সংলাপ চায়। তবে খালেদা জিয়া যেভাবে গতকাল সংবাদ সম্মেলনে সংখ্যালঘুদের ওপর হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন এবং নির্বাচনে ৫ শতাংশ ভোট পড়ার কথা উল্লেখ করেছেন, তাতে মনে হয় বিএনপি আসলেই সংলাপ বা সমঝোতা চায় না।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত ওই বৈঠকে বিভিন্ন দেশের অর্ধশত রাষ্ট্রদূত, হাইকমিশনার ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.