আমাদের কথা খুঁজে নিন

   

সংলাপের পথ এখনও খোলা আছে

যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংলাপের পথ এখনও খোলা আছে, সংলাপ আর সংঘাত এক সঙ্গে হতে পারেনা। বর্তমান সংবিধান অনুযায়ী সংসদ আগামী ২৪ জানুয়ারী পর্যন্ত চলবে। মহামান্য রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দেয়ার আগ পর্যন্ত সংসদ চলবে। এছাড়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রধানমন্ত্রী থাকবেন, মন্ত্রীরা মন্ত্রী থাকবেন, সংসদ সদস্যরা সংসদ সদস্য থাকবেন।

আজ বেলা ১২ টায় রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের উপর সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে হরতাল প্রত্যাহার করে নৈশভোজের যে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তিনি তা গ্রহণ করেননি। এছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এখনও সে আমন্ত্রণ প্রত্যাহার করা হয়নি।

সংলাপের বিষয়ে আশাবাদী দাবি করে মন্ত্রী আরো বলেন, সংলাপের পথ এখনও খোলা আছে। সংলাপের বিষয়ে যদি বিরোধী দল গ্রহণ করে তাহলে যেকোন সময় সংলাপ হতে পারে।

ফ্লাইওভারের বিষয়ে মন্ত্রী আরো বলেন, ভুলতা-গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে যানজট নিরসনে ৪ কিলোমিটার সড়ক  ৪ লেনে প্রসস্থ্য করা হবে। এতে মোট ব্যয় হবে ২৪০ কোটি টাকা। আর ফ্লাইওভারের দৈর্ঘয হবে ৬৩১ মিটার। শীগ্রই এ প্রকল্পের কাজ হাতে নেয়া হবে। এ প্রকল্প বাস্তবায়ন করতে ২ বছর সময় লাগবে।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর রাশেদ, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকেৌশলী শাহজাহান মিয়া, উপ-বিভাগীয় প্রকেৌশলী হামিদুর রহমান, তত্বাবধায়ক প্রকেৌশলী শাহাবুদ্দিন খাঁন প্রমুখ।

বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের উপর সেতু নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় ৬ কোটি টাকা। সেতুটির দৈর্ঘয ধরা হয়েছে ২২.০৫ মিটার দৈর্ঘয, প্রস্থ্যতা ১০.২৫ মিটার, পাইল সংখ্যা ৪০টি, সেতুর ধরন আরসিসি গার্ডার সেতু।

সেতু নির্মাণের কাজ পেয়েছেন মেসার্স রিচী এন্টার প্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ঠিকাদার আলমগীর হোসেন পিন্টু বলেন, আগামী ২০১৪ সালের মার্চ মাসের মধ্যে সেতু নির্মাণ কাজ শেষ করতে পারবো বলে আমরা আশা করছি।

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.