আমাদের কথা খুঁজে নিন

   

Ready for revenge!

আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনাকে মানসিক ভাবে নির্যাতন করার জন্য। কারন আমার লেখা পড়ে আপনি বিরক্ত হতেই পারেন।। আরেকটু বিরক্ত হতে চাইলে ঘুরে আসতে পারেন আমার ওয়েবসাইট http://gmshovo.info থেকে বৈশাখ মাসে আর আগের মতো কালবৈশাখী ঝড় হয় না আর তাই আম পাবলিককে আর আগের মতো দোয়ায়ে ইউনুস পড়া লাগে না… জ্যৈষ্ঠ মাসে আর আগের মতো আম গাছ গুলো নুয়ে পড়ে অবনত মাথায় পাকা আমের সুবাস ছড়ায় না… আষার মাসে আর আগের মতো বৃষ্টিবিলাসীদের বৃষ্টিতে ভেজা হয়না কারন এসিড বৃষ্টিতে ভিজে পাছে আবার ফেয়ার এন্ড লাভলী মাখা মুখে সমস্যা না হয়ে যায়… শ্রাবন মাসে শ্রাবনের ঢলে আর খাল বিল ফুলে উঠে না আর তাই বিলের মাঝখানে ডুব দিয়ে কারো শালুক তোলা হয়না... শুধু এই চারটি মাস না, প্রতিটি মাস হারিয়েছে তার স্বীয় স্বকীয়তা। আর এই স্বকীয়তা হারানোর পেছনে একমাত্র কারন কী সেটা সবাই জানে। তৈরী থাকো মানুষ! প্রকৃতি অবশ্যই প্রতিশোধ নিবে। Ready for revenge!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।