আমাদের কথা খুঁজে নিন

   

সর্প! (দিন ভাবনায় জীবন গল্প)

আজ হতে অনেক অনেক দিন আগের কথা কৃষ্ণপুর নামে একটি খুদ্র রাজ্য ছিলো। সেই রাজ্যের রাজা বলরাম কৃষ্ণের রাজ মহলে তখন শোকের মাতম! রাজ্যের ও বহিঃরাজ্যের যত বৈদ্দ আছে তারা আপ্রান চেষ্টা চালিয়ে কিছুই করতে পারলনা। অতপর কোন এক মন্ত্রী রাজা কে বললো কিছুতেই যখন কিছু হইলনা তখন রাজকুমার কে কলা গাছের ভেলায় করে নদিতে ভাসিয়ে দিন এবং ভেলায় একটি রাজ ঘোষণাপত্র টাঙ্গাইয়া দিন অতপর তাই করা হইলো। রাজকুমার কে ভেলায় ভাসিয়ে রাজ ঘোষণাপত্রে লিখা হলোঃ যে জন এই সাপে কাটা রাজকুমারের জিবন ফিরিয়া দিতে পারবে তাকে কৃষ্ণপুর রাজ্যের রাজা বলরাম কৃষ্ণ দুইশত ভরি স্বর্ণ উপহার দিবে। -------------------------- সময় গত হয়েছে গত হয়েছে রাজা সামন্ত প্রভুরা কিন্তু থেকে গিয়েছে সাপেরা।

বরং সাপ গুলো যেন কালো পাথরের ছোঁয়ায় দিন কে দিন বিষধর ও আজদাহা হচ্ছে। ছোবল দিয়ে সেই সাপ কাউকে দেই নদিতে ফেলে কাউকে বা গিলে ফেলে উগড়ে দেয় কাঁটাতারে। সেই সাপেদের ফোঁস ফুঁসানিতে মানুষ জন প্রতিনিয়ত রয়েছে ভয়ঙ্কর এক আতঙ্কে! ---------------------------------------------------------------------------------------------------------------------------প্রতি সপ্তাহেই একটি না একটি সংবাদ আসবেই যে সিমান্তে বিএসএফ কর্তৃক এক দুজন বাংলাদেশী মারা পরেছে। এপার অপারের হর্তা কর্তাদের কত বাতচিত হয় কিন্তু বিএসএফ নামক সাপের ছোবল আর বন্ধ হয়না! এর মধ্যে আসলেন কংগ্রেস নেত্রি সোনিয়া গান্ধী, নিয়ে গেলেন তার শাশুড়ি ইন্ধিরা গান্ধী কে দেয়া দুই শত ভরি স্বর্ণে গড়া মরণত্বর পুরস্কার। সোনিয়া বাংলাদেশে আসার আগের দিন যেনো সেই সর্প উপহার হিসেবে পাঠালো রফিকুল ইসলাম নামের এক গরু বাবসায়ির লাশ! এই প্রসঙ্গ হয়তো সোনিয়ার কানে তোলা হয়নি আমাদের নেত্রিদের কাছে অটিজম নামক বিষয়ের সাথে অপ্রাসঙ্গিক মনে হওয়ার দরুন অথবা তুলেছিলো তা আবারো বরাবরের মত বাতচিতেই ধামাচাপা পরে যাবে।

"সেই সাপেদের ফোঁস ফুঁসানিতে মানুষ জন প্রতিনিয়ত রয়েছে ভয়ঙ্কর এক আতঙ্কে!" আতঙ্ক কি কখনই শেষ হবার নয়? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।