আমাদের কথা খুঁজে নিন

   

একদিন হাগু না করতে অর্থমন্ত্রীর আহ্বান !

শয়তানের রাজা দ্রব্যের মূল্য কমাতে কষ্ট হলেও অন্তত একদিন টয়লেটে না যাওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘বাজেট বাস্তবায়ন ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, “ব্যবসায়ী মহল যদি দ্রব্যের দাম না কমায় আমরা একদিন টয়লেটে যাব না। আমরা টয়লেটে না গেলে ক্ষুধা লাগবে না। ক্ষুধা না লাগবে বাজার করতে হবে না।

বাজারে না গেলে ওদের মুনাফায় টান পড়বে। ফলে ব্যবসায়ীরা দাম কমাতে বাধ্য হবে বলে আমি মনে করি। ” মন্ত্রী বলেন, সরাসরি ব্যবসায়ীদেরকে চাপ প্রয়োগ করা যায় না। ওরা বেশ শক্তিশালী। টয়লেটে না গেলে আমাদের তলপেটে চাপ পড়বে, সে চাপ পরবর্তীতে ব্যবসায়ী মহলে ডাইভার্ট করে দেয়া যাবে।

নতুন ব্যাংকের লাইসেন্স দেয়াকে একটি রাজনৈতিক সিদ্ধান্ত উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, “শুরুতে বাংলাদেশ ব্যাংক রাজি হয়নি। এ নিরিখে গভর্নরের বিরুদ্ধে বিচার দেয়ার পর রাষ্ট্রপতির কাছে উনি ক্ষমা চান। এখন আর কোন সমস্যা নেই। ” চাপ প্রয়োগ করে সরকার বাংলাদেশ ব্যাংককে নতুন ব্যাংকের জন্য লাইসেন্স দিতে বাধ্য করছে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “না, কখনও না। টয়লেটে না গেলে কেবল তলপেটেই চাপ পড়বে, অন্য কোথাও পড়বে না।

” দেশের অর্থনীতির আকার বিবেচনায় দেশে নতুন কোন ব্যাংক স্থাপনের প্রয়োজনীয়তা নেই ২০০৮ সালে বাংলাদেশ ব্যাংকের এমন এক স্টাডির কথা সাংবাদিকরা উল্লেখ করলে অর্থমন্ত্রী বলেন, গত আড়াই বছরে আমার ভুঁড়ির আকার অনেক বেড়েছে। খালি অর্থনীতির আকার দেখলেই চলবে না। অর্থমন্ত্রীর আকারও দেখতে হবে। এখন ওই স্টাডির যৌক্তিকতা নেই। সূত্রঃ- Click This Link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.