আমাদের কথা খুঁজে নিন

   

সুন্দরবনে দু’দল জলদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ৫

মানুষ পিছনে সমালোচনা করেল খুব কষ্ট পাই। সুন্দরবনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বনদস্যু রাজু বাহিনী ও মান্নান বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধে মান্নান বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড বাবুসহ পাঁচ সদস্য নিহত হয়েছে। বাহিনী প্রধান মান্নান গুলিবিদ্ধ অবস্থায় রাজু বাহিনীর হাতে বন্দি রয়েছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সুন্দরবন থেকে ফিরে আসা একাধিক জেলে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২২ জুলাই গহীন সুন্দরবনের আলকিমেদে নামক স্থানে বুড়িমজ্জাত নদীতে মান্নান বাহিনীর সঙ্গে সু‌ন্দরবনের ভিতর থেকে রাজু বাহিনীর বন্দুকযুদ্ধ হয়। এ সময় মান্নান বাহিনীর সদস্যরা নদীতে লাফিয়ে পড়ে বাঁচার চেষ্টা করে।

কিন্তু রাজু বাহিনী বৃষ্টির মত এলোপাতাড়ি গুলি ছোঁড়ায় মান্নান বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড বাবু (২৫) সহ পাঁচ সদস্য নিহত হয়েছে বলে সুন্দরবন থেকে ফিরে আসা প্রত্যক্ষদর্শী জেলেরা জানান। ওই সময়ে বাহিনী প্রধান মান্নান (৩৫) নিজ ট্রলারের ভিতরে পাটাতনের নিচে আত্মগোপন করেছিল। বন্দুকযুদ্ধ শেষে রাজু বাহিনী মান্নান বাহিনীর ট্রলার তল্লাশি চালিয়ে মান্নানকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে রাজু বাহিনী। তবে তার ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি। সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা তৌফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন না বলে জানান।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন ঘটনাটি শুনেছেন বলে জানান। View this link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।