আমাদের কথা খুঁজে নিন

   

শুরু হচ্ছে জিপিআইটি-প্রিয়.কম অ্যাপস উৎসব

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণ সফটওয়্যার ডেভেলপারদের পরিচিত করে দিতে শুরু ‘জিপিআইটি-প্রিয়.কম অ্যাপস উৎসব ২০১৩’ শুরু হয়েছে। ২০ জুন এক অনুষ্ঠানে উদ্যোক্তারা জানিয়েছেন, বিজয়ীদের বিশ্বের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান সফরে নিয়ে যাবেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, জিপিআইটির প্রধান নির্বাহী রায়হান শামসী, চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ ও প্রিয়.কম-এর সম্পাদক জাকারিয়া স্বপন।
মুহম্মদ জাফর ইকবাল বলেন, “একটা সময় ছিল, যখন উন্নত বিশ্ব বলে কিছু দেশ ছিল। তারা জ্ঞান-বিজ্ঞানে প্রযুক্তিতে এগিয়ে যেত এবং আমাদের মতো দেশের মানুষেরা সেই দেশগুলোর অনেক পেছনে থেকে তাদের অনুসরণ করত।

এখন আর সেই দিন নেই। আমাদের তরুণরা এখন এক ক্লিকেই পৃথিবীর সবশেষ প্রযুক্তির কথা জানতে পারে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তারা অ্যাপস বানাচ্ছে। তাদের নিয়েই আমাদের এ উৎসব। ’
আয়োজকরা জানান, উৎসবের চূড়ান্ত পাঁচ বিজয়ীকে বিশ্বের তথ্যপ্রযুক্তির শীর্ষস্থান হিসেবে খ্যাত যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ভ্রমণের সুযোগ পাবেন।

সেখানে তাদের বিশ্বের কিছু শ্রেষ্ঠ তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.