আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের সবচেয়ে দামী ৫ টি চকোলেট

I am She Lilith, Mistress of the dark. Of Sheba, First offender ......And succor to demons, Whose sweet seductions and wicked rites Lead all too enslaved by the flesh. To trespass against God's holy law, And tonight I come for you.. চকোলেট----এই মজার জিনিসটা খায় নাই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। ছোটোবেলায় নীল,গোলাপী রংয়ের কিছু লজেন্স খেতাম (নাম ভুলে গেছি),এরপর কালো রংয়ের মিমি (কমলার ছবি আঁকা) থেকে শুরু করে বিংগো ক্যান্ডি---আরো কতো কি!!! আস্তে আস্তে বড়ো হবার সাথে সাথে চকোলেটের ব্র্যান্ডও পাল্টালো। আস্তে আস্তে ফাইভ স্টার, ডেইরি মিল্ক, কিটক্যাট,আর এখনতো স্নিকার,মারস,বেবিরুথ,টবলেরিন এমনকি ফেরোরো রশে ও নিয়মিত খাওয়া হয়। ব্লগে আমি একেবারেই নতুন। ভাবলাম,এই চকোলেট নিয়েই আমার ব্লগীয়জীবনের প্রথম লেখাটি শেয়ার করি।

আচ্ছা,একটা চকোলেটের দাম কেমন হতে পারে? আলপেনলিবের দাম হলো ১টাকা, আবার একটা চকোলেটবার কিনতে গেলে কমপক্ষে ৫০ টাকার মতো বেরিয়ে যায়। একটা চকোলেটের দাম হাইয়েস্ট কতো হতে পারে? ইন্টারনেটে সার্চ দিয়ে দেখি, ভয়ংকর ব্যাপার। আসুন জেনে নেই, বিশ্বের সবচেয়ে দামী ৫ টি চকোলেটের খবরাখবর। ১। CHOCOPOLOGIE: এই চকোলেটটি Fritz Knipschildt নামক একজন ডেনিশ শেফ এর আইডিয়া।

সেই চকোলেট হচ্ছে বিশ্বের সবচেয়ে এক্সপেন্সিভ চকোলেট যার দাম প্রতি পাউন্ডে ২৬০০ ইউ.এস ডলার,প্রতিটি সিংগেল চকোলেটের মূল্য পড়বে ২৫০ ডলার। ভেবে দেখুন একবার!!!! ২। NOKA: এটি তৈরি করা হয়েছে Venezuela, Ivory Coast, Trinidad and Ecuador এর প্ল্যান্টেশানের মাধ্যমে। এটির দাম পড়বে পাউন্ড প্রতি ৮৫৪ ডলার। আর এটি পাওয়া যাবে টেক্সাসের ডালাসে।

৩। Delafee: চিনি,নারিকেল তেল,বাটার,মিল্ক পাউডার আর ভ্যানিলা ফ্লেভারের দ্বারা তৈরিকৃত এই বিশেষ চকোলেট হচ্ছে বিশ্বের তৃতীয় এক্সপেন্সিভ চকোলেট। এর আরেকটি মজার ব্যাপার হচ্ছে এটির শেপ অনেকটা ২৪ ক্যারেট গোল্ডের মতো। আর এই কারণেই এই চকোলেট মেয়েদের নিকট বেশি জনপ্রিয়। আর এই চকোলেটটি কিনতে খরচ পড়বে পাউন্ডপ্রতি ৫০৪ ডলার।

৪। Richart : এটি পাওয়া যাবে ফ্রান্সের লিঁওতে। এর খরচ পড়বে পাউন্ডপ্রতি ১২০ ডলার। ৫। Godiva : এই চকোলেটটি পাওয়া যাবে নিউ ইয়র্ক সিটিতে।

তবে এই চকোলেটটি অরিজিনালি এসেছে বেলজিয়াম থেকে। এটির দাম পাউন্ডপ্রতি ১১৭ ডলার। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.