আমাদের কথা খুঁজে নিন

   

আনন্দবাজার পত্রিকার ইতরামী ও সাম্প্রতিক আইসিসিতে ভারতের হস্তক্ষেপ।

জাগো বাহে কোনঠে সবায় গতকাল পর্যন্ত আনন্দবাজার পত্রিকার শিরোনাম ছিলো,নরওয়েতে ব্যাপক গোলাগুলি,হত অসংখ্য(তারা মৃতের সংখ্যা জানাতে পারেনি,যদিও বাংলাদেশের সব পত্রিকা তা জানিয়েছে)।যেটার জন্য আমি ব্লগ লিখতেছি,নরওয়ে কর্তৃপক্ষ অলরেডি জানাচ্ছে যে,খুনী নরওয়েজিয়ান, ছবিও প্রকাশ করেছে।খুনী জানাচ্ছে উকিল মারফত যে,হত্যাকান্ড জঘন্য কিন্তু প্রয়োজন ছিলো।এখনো তদন্ত চলছে। কিন্তু আনন্দবাজার গং আল কায়েদাকে জড়িয়েছে,সাথে মুসলিম জঙ্গিদের।কেনো এই হীনমন্যতা,কেনো এই ইতরামী! সাম্প্রতিক ডারিল হেয়ার,মাইকেল হোল্ডিং,টনি গ্রেইগ সবাই ইন্ডিয়ার আইসিসিতে নোংরা হস্তক্ষেপের নিন্দা জানিয়েছে।মাইকেল হোল্ডিং বলেছে,ব্রাজিল বা অন্য অনেক দেশ অনেক বার ফিফা কাপ জিতেছে কিন্তু কখনো কোন অন্যায় আবদার করেনি ফিফার কাছে। এই টিপিক্যাল,ইতোর দূর্বিনীত জাতিটার উন্নতি আশা করছি,জানি কোন লাভ নেই।তবুও আশাবাদী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.