আমাদের কথা খুঁজে নিন

   

সিদ্দিকুর পাঁচে

এক ধাপ এক ধাপ করে এগোচ্ছেন গলফার সিদ্দিকুর রহমান। আগের দিন ছিলেন ষষ্ঠ স্থানে। মালয়েশিয়ার সেলাঙ্গর মাস্টার্স গলফের তৃতীয় রাউন্ডে কাল উঠে এলেন পাঁচে। পরশুর মতো কালও পারের চেয়ে ২ শট কম খেলেছেন কদিন আগে মালয়েশিয়া থেকেই একটা টুর্নামেন্ট জেতা গলফার। সব মিলিয়ে ৮ শট কম খেলা সিদ্দিকুর পাঁচজনের সঙ্গে যৌথভাবে পঞ্চম স্থানে।

তবে আজ শেষ রাউন্ডেও তাঁর সামনে সুযোগ থাকছে চ্যাম্পিয়ন হওয়ার। থাই গলফার পানুফল পিত্তাইয়ারাত সবার ওপরেই রয়েছেন। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১৩ শট কম খেলেছেন তিনি। আগের দিন ৬৫ শট লাগলেও কাল অবশ্য ৬৭ শট লেগেছে পানুফলের। দ্বিতীয় স্থানটা হারিয়েছেন ফিনল্যান্ডের ইয়োনাস গ্রানবার্গ।

তাঁকে টপকে দুইয়ে উঠে এসেছেন ফিলিপাইনের আন্তোনিও লাসকুনা। যুগ্মভাবে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার অ্যাডাম গ্রুম ও ইয়োনাস গ্রানবার্গ। তিন দিনে সব মিলিয়ে পারের চেয়ে ৯ শট কম খেলেছেন দুজনই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.