আমাদের কথা খুঁজে নিন

   

ভবিষ্যতের পথ দুটি.................

শিক্ষকঃ বলতো খোকা, পদ কত প্রকার? খোকাঃ স্যার দু'টি। শিক্ষকঃ যেমন... খোকাঃ একটি আপদ অপরটি বিপদ.......... একটু ভাবুন তো খোকার ভবিষ্যতটি কেমন? সিরাজগঞ্জ বাসীর জন্য দাড়কাকের ভাবনা যমুনা নদীর ছলনা গতিহীন মানুষের পাশে দাড়িয়ে সাহায্য করার ইচ্ছা থাকিলও, বিনাশ্রমে কাজ করিবার শক্তি থাকিলেও করিতে পারিতেছি না। তেমনি কিছু লেখার ইচ্ছা পোষণ করিলেও লিখিতে পারিতেছি না। বাংলা ভাষার ভাষাহীন মানুষ, বিধায় কথা গুলো টুকরো খবরের মত পড়ে থাকবে, কেহ পলক ফেলবে না, ফলপ্রসু হবে না, পরিকল্পনাবীদ নই, হাত পা গুটিয়ে ভেবেছি, এই আক্রমান্তক ধ্বংসের লীলা থেকে রেহাই পাওয়ার উপায়.. মস্তিষ্ক হ্যাং করেছে, ক্ষুদ্র জ্ঞানে ধরা দেয় না। স্রষ্টা বড়ই অনুরাগী, সফলতার মায়াজাল ছিড়ে অকৃতকার্য দলের অন্তর্ভুক্ত করেছে সিরাজগঞ্জ বাসীকে। প্রাণের স্বস্তি নেই, বাঁচার স্বাদ বি-স্বাদে পরিণত, শংসয় শুধু অন্তরালে, বেঁচে আছি নাকি পরকালে পাড়ি জমিয়েছি। কর্তৃপক্ষের অবহেলায় বারংবার অবক্ষয় শহর রক্ষা বাধ, কিন্তু কিছুই করিতে পারিলাম না, বরং নিজের জন্য? বাঁচার জন্য? দেশের জন্য? সাধারাণ মানুষের জন্য? হয়তো কোন একদিন ঘোর আমবশ্যায় হাড়িয়ে যাবে প্রাণের শহর, উঠবে না আর কখনো সেই রোদেলা ভোর....................................................২০১১ যদি আস ফিরে সাহায়্যের হাত প্রসারিত করে যমুনার দ্বারে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।