আমাদের কথা খুঁজে নিন

   

জীবনের বাঁশি

জীবন মানে তোমার কাছে উত্তাল তরঙ্গ প্রচন্ড আঘাতে ভেঙ্গে ফেলা দু’কুল। জীবন মানে আমার কাছে তিরতিরে বয়ে যাওয়া স্বচ্ছ জলের ঝরা। জীবন তোমার কাছে কর্ষিত ক্ষেত লাঙ্গলের ফলা পাথরে ঘষা আগুন জীবন আমার কাছে ফুটন্ত ভাতের হাড়ি ক্ষুদার্তের পাতে ভাত বেড়ে দেয়া। তোমার কাছে জীবন মানেই- গর্বিত বীরের অবিরাম লড়াই ছিনিয়ে নেয়া সকল অধিকার আঁধারের পথ কেটে সামনে এগিয়ে চলা ঝড়ের রাত্রে সমুদ্র যাত্রা আমার কাছে জীবন মানেই ঢেউ এর দোলায় দোলা বাতাসের ঝাপটায় উড়ে যাওয়া ভালোবাসা বিলিয়ে দেয়া শরতের মেঘ হয়ে ভেসে থাকা। জীবন মানে বারুদের গন্ধ তোমার কাছে ফুলের গন্ধ আমার কাছে। জীবনের তাগিতে তবু দোয়েলের শিষ তুমি শোন শান দেই আমি ঝকঝকে ছুরিতে। জীবনের তবু বয়ে যায় তোমাতে আমাতে দুই স্রোতি নদ-নদী এক হয়ে যায় সাগরের মাঝে। জীবন মানেই দুঃখ পাওয়া জীবন মানেই আবার ভালোবাসা আবার বেঁচে ওঠা তোমার আমার কাছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.