আমাদের কথা খুঁজে নিন

   

কী নিয়ে ধ্যান করব

রহস্যময় গ্যালাক্সি ঘুরে, অসীম আকাশে উড়ে আর সাগরের অতল গভীরে ডুবে আমৃত্যু পান করতে চাই ভালোবাসার অমৃত সুধা... কত কি না ভাবি আমরা। ভাবি সমাজকে নিয়ে, সংসার নিয়ে, রাষ্ট্র নিয়ে, মানবতা নিয়ে। আজকালকার সমাজে ঘটে যাওয়া যেসব অসঙ্গতি দেখছি তাতে তো মনেই হয় না আমরা কোন কিছু নিয়ে ধনাত্মক চিন্তা করি। যে যেভাবে পারছে নিজের আখের গোছাচ্ছে। মানে ইহকাল নিয়ে ব্যস্ত।

অথচ একটু যদি ভাবি তাহলে সহজেই বুঝতে পারি যে আমরা মানুষরা নিজেদের জন্য জন্মাইনি। আমরা প্রতি মুহূর্তেই প্রমাণ করে দিচ্ছি যে অন্যের তরে জন্ম আমাদের। একটু ভাবলেই বোঝা যায়- একেবারে ছোট্ট বেলায় বাবা-মা'র হাত ধরে আমাদের বড় হওয়া। আবার যৌবনে সংসারে সহধর্মীনী, সন্তানের জন্য বা বাবা-মা'র জন্য দায়িত্ব পালন করা। চাকরি বা অন্যান্য বিষয়াদির ক্ষেত্রেও আমরা অন্যের জন্য কিছু করার অঙ্গিকার করি।

রাজনৈতিক ক্ষেত্রে জনগণের জন্য নিবেদিত হবার কথা শপথ পাঠ করে সবার সামনে প্রত্যয় ব্যক্ত করি। মধ্য বয়সে মূল্যবোধ আর শেষ বয়সে নীতি নৈতিকতার কথা বলা, ধর্মীয় মূল্যবোধে নিজেকে সমর্পণ করে প্রতিটি মুহূর্তেই আমরা জানিয়ে দিচ্ছি আমরা অন্যের জন্য। তাহলে আমাদের ধ্যান কী নিয়ে হওয়া উচিৎ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.