আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় সামহয়ারের সেই দিন আর নেই! দিন বদলায়া গেছে! (ফিচার নিয়ে না...ব্লগ প্রজন্ম নিয়ে)

"You may like a situation which is not good for you And You may dislike a situation which is good for you." (Al- Quran) আমি মোটামুটি ৪ বছর ধরে ব্লগিং করি। যদিও আমি খুব অনিয়মিত ছিলাম ব্লগে। কিন্তু আমার ব্লগিং জীবনের শুরুর দিনগুলি তুলনামূলক সুন্দর ছিল। কাঁচা হাতে যা তা লিখতাম... কিছু লোক উৎসাহ দিত। আমার খুবই আনন্দ হত।

আমার লেখার হাত হয়ত এখনো কাঁচা কিন্তু লেখালেখি কিছুটা শিখেছি এই সামহয়ারের কারণেই। শিবের গীত আর না গেয়ে মূল প্রসংগে যাই... আগে কেউ ভাল কিছু পোস্ট করলে আমি সহ অন্য ব্লগাররা শোকেসে নিতাম পোস্ট। + দিতাম আর মন্তব্য করতাম ধন্যবাদ পোস্ট প্রিয়তে... কিন্তু এখন দিন বদলায়া গেছে। এখনও ব্লগাররা পোস্ট প্রিয়তে নেয় ... হয়ত আগের চেয়ে বেশিই নেয় কিন্তু ভাল লাগল বাটনে ক্লিকও করে না আর মন্তব্য ? সে তো সোনার হরিণ! তার প্রমাণ হল আমার পূর্ববর্তী পোস্ট " গুগল সার্চে মজা করুন...." পোস্টটি। আমি ফেসবুকে একটি মাত্র শব্দ পেয়েছিলাম তারপর ওটা গুগলে দিয়ে দেখি দারুণ মজা! তাই চিন্তা করলাম এরকম আরো শব্দ আছে কী না।

গুগলে সার্চ দিলাম। সহজে ওগুলো পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজি করে একটা সাইটে বেশ কিছু শব্দ পেলাম যেগুলো দিয়ে মজা করা যায়। একটা পোস্ট বানালাম। দুবার পোস্ট করলাম।

রাতে এবং সকালে। দুবারই অনেকেই পোস্ট প্রিয়তে নিয়েছে কিন্তু ভাল লাগল বাটন বা ধন্যবাদ ... এগুলোর ধারে কাছে দিয়ে দু একজন বাদে আর কেউ যায়নি। বুঝলাম নতুন ব্লগ প্রজন্ম এসেছে যারা পোস্ট পড়বে ভাল লাগলে প্রিয়তে নিবে কিন্তু ভাল লাগল বাটন বা মন্তব্যের ধারে কাছে যাবে না। বাস্তবতা বোধহয় তাই। সবারই সময় কমে গেছে।

কিন্তু এভাবে চললে ভাল পোস্ট লেখকরা উৎসাহ হারিয়ে ফেলবে এবং একসময় কেউ আর প্রিয়তে নেয়ার মত পোস্টই পাবে না। পুনশ্চ- আমিও কিছু পোস্ট প্রিয়তে নিয়েছি। কিন্তু কিছু এমনও আছে যাতে এখনও মন্তব্য করিনি কারণ হয়ত পোস্টটা পুরো এখনও পড়িনি। পুরো পড়ে ভাল লাগলে উপকারে লাগলে অবশ্যই মন্তব্য করব। আর ভাল লাগল বাটন প্রিয়তে নেয়ার সময়ই ক্লিক দিয়ে এসেছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.