আমাদের কথা খুঁজে নিন

   

ইংরেজিতে কথা বলতে সমস্যা এবং সমাধান

এই বিশ্বায়নের যুগে এ ইংরেজি ছাড়া চলার উপায় নাই এটা আমরা সবাই জানি এবং মানি । সেই ক্লাস ওয়ান থেকে ইংরেজি পড়ছি তবুও আমরা ভাষাটা ভালও ভাবে আয়ত্ত করতে পারিনি । আসলে সমস্যাটা কোথায় ? অথচ কথায় কথায় ভালই হিন্দি বলি । এবার সমাধান এ আসা যাক । আমরা সবাই মোটামুটি কম বেশি হিন্দি ফিল্ম দেখি ।

ফিল্ম এ নায়ক বা ভিলেনের কোন ডায়লগ ভাল লাগলে তাই বলতে থাকি বন্ধু-বান্ধব এর সাথে । কখন কিন্তু আমরা ভুল বলছি কিন্তু তা চিন্তা করসি না । শুধুই বলে যাই। অনেকে আবার খুব ভালই হিন্দি বলতে পারে । কিন্তু ইংরেজি বলতে গেলে ছেড়ে দে মা কেদে বাচি অবস্থা ।

কিন্তু ইংরেজিতে তার উল্টা অবস্থা । কারন আমরা ইংরেজি বলতে গেলে ভুল এর চিন্তাটাই বেশি করি । মনে করি ভুল বললে মানুষ হাসা হাসি করবে ৷ আসলে সমস্যাটা এখানেই । ইংরেজিতে কথাবার্তায় ভাল হতে গেলে হিন্দির মত এটাকেও আমাদের চর্চা করতে হবে ৷ভাষা বিশেষজ্ঞদের মতে একটা ভাষা আয়ত্ত করার জন্য ঐ ভাষাটায় অনুশীলনের মাধ্যমে আগে সাবলিল হতে হবে ৷আপনি যদি ভুলটার কথা চিন্তা করে অনুশীলন না করেন তাহলে সেই ভাষা আয়ত্ত করা একটু কঠিন হবে । আগে সাবলীলতা অর্জন করুন তারপর ভুলগুলো ঠিক করুন ।

ইংরেজি মুভি দেখুন । হিন্দি মুভির মতও এর ডায়ালগগুলো বলার চেষ্টা করুন । বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলুন । দেখুন আপনার অগ্রগতি । সবার চেষ্টাতেই আমরা আমাদের দেশটাকে পৃথিবীর বুকে সর্ব উচ্চ স্থানে তুলে ধরতে পারব ।

এটাই হোক আমাদের প্রত্যাশা। #আমার পরামর্শটুকু কতটুক কার্যকরী তা জানাতে ভুলবেন না কিন্তু । আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম । # ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.