আমাদের কথা খুঁজে নিন

   

ইংরেজিতে ভাসার গুরুত্ব



আমার এই পোষ্ট তাদের জন্য যারা ইংরেজি বিষয়টাকে একটু এরিয়ে চলে। তবে ভাববেন না যে তাদেরকে কোন রচনা পরে শোনাবো যেগুলো পিছের ১২ টা বছর গাধার মতো মুখোস্ত করেছেন। আমি যা বোলবো তা খুব ছোটো এবং সাধারন কথা। তা হলো, দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ লড়ায় করে মরতে চায়। এখন আমাদের বাপারটাও তাই হয়ে দারিয়েছে। আমরা এমন ১ টা পরিস্থিতিতে দারিয়ে আছি যেখানে ইংরেজিতে ভাসা ছাড়া আর কোন উপায় নেই। যারা ইংরেজিতে বিমুখ তাদেরকে বলছি, আমাদের হাতে যদি এমন কোন অপশন থাকতো যে, কোন ১ টা ক্ষেত্রে ইংরেজির কোন দরকার পরে না তাহলে হয়তোবা এই ইংরেজি নামক ক্যানসার থেকে বাঁচতে পারতেন। যাই হোক, যেহেতু দেয়ালে পিঠ ঠেকেই গেছে, ভয় না পেয়ে একটু দেখেননা এই ক্যানসারটাকে আপনের জীবনের সাথে সহনীয় করা যায় কিনা। আমার এই পোষ্ট পরে যদি আপনাদের মধ্যে যারা ইংরেজিতে ভাসাটাকে অপশনাল হিসেবে নিয়ে জীবন টাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন তাদের এক জন যদি অন্তত ফিরে আস্তে পারেন আমার এই লেখা ধন্য হবে। বিঃদ্রঃ নিজের ভাষার প্রতি সম্মান বজায় রাখুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.