আমাদের কথা খুঁজে নিন

   

মাননীয় সরকারের প্রতি একটা মানবিক না না অতি মানবিক আবেদন।


মাননীয় সরকার প্রথেমে আমার আন্তরিক ছালাম নিবেন। আজ একটা বিষয়ের প্রতি আপনার একটু মনোযোগ আশা করছি। মাননীয় প্রধানমন্ত্রী বনানী থেকে মতিঝিল অথবা মিরপুর থেকে মতিঝিল যদি আপনি হেটে যেতে চান ও সরি আপনি কেন যাবেন আমরা যদি যাইতে চাই তাহলে বলেন্ তো আমাদের কত সময় লাগতে পারে যাষ্ট মনে মনে একটু ভেবে বলেন। বনানী থেকে মতিঝিল ৮ কিঃমিঃ আর মিরপুর থেকে মতিখিল ১২ কিঃমিঃ। আমাদের হাটার গতিবেগ যদি ১৫কিঃমিঃ হয় না কমই ধরলাম ১২ মিঃমি/ঘন্টা।

তাহলে বনানী থেকে আমাদের মতিঝিল যাইতে সময় লাগবে ৪০ মিনিট আর মিরপুর থেকে মতিঝিল যাইতে আমাদের সময় লাগবে ১ ঘন্টা মাত্র। কিন্তু মাননীয় সরকার আপনি জানেন কি আমরা যদি বাসে যাই তাহলে আমাদের বনানী থেকে মতিঝিল যাইতে সময় লাগে দেড় থেকে দুই ঘন্টা কখনো কখনো তার থেকেও বেশি এবং মিরপুর থেকে মতিঝিলের অবস্থা আরো শোচনীয়। আপনি হয়ত মনে মনে ভাবছেন এসব কথা আমাকে বলছে কেন? দেখুন মাননীয় সরকার আপনাকে ছাড়া এসব কথা আর কাকে বলব বলুন। আমাদের আর কে আছে এসব কথা শোনার জন্য। ঘরের বউও আজ এসব কথা শুনতে চায় না।

তারা আমাদের কাছ থেকে আরো মধুর কথা শুনতে চায় কিন্তু কিভাবে মধুর কথা কইমু কন বউয়ের লগে। অফিস থেকে বাসায় আসতে রাত ৯টা বেজে যায় শুধু যানযটের কারনে। আর বাসায় আসার পরও মিজাজ থাকে খিটখিটে। আপনি আমার এসব কথা আপনার মানস পটে হয়ত আনতে পারবেন না। আর পারবেন বা কিভাবে আপনিতো থিয়োরিটিক্যাল আর আমরা প্রাকটিক্যাল! আপনি যখন রাস্তা দিয়ে চলাচল করেন তখনতো রাস্তা থাকে একেবারে ফাকা।

তখন রাস্তা দেখে মনে হয় যেন আজ হরতাল। কারন সমস্ত যানবাহন বন্ধ করে আপনি যাতায়াত করেন। এজন্য আপনার কাছে আমার প্রথম আবেদন আপনি শুধুমাত্র একদিন বা শুধুমাত্র একবারের জন্য বনানী থেকে মতিঝিল বা মিরপুর থেকে মতিঝিল বা ঢাকা শহরের যে কোন স্থানে আমাদের সাথে চলাচল করেন। আপনি হয়ত বলবেন যে আমার জীবনের রিস্ক আছে। তাই আপনি ছদ্দ্ববেশ ধারন করতে পারেন সাথে আপনার সিকুউরিটি গার্ডরাও।

কিন্তু একবার আমাদের সাথে চলাচল করে দেখেন আমরা কিভাবে চলাচল করছি। আমি জানি আপনার সময়ের মূল্য আমাদের থেকে হাজার হাজার গুন বেশি দামি তার পরও শুধুমাত্র আপনার জনগনের কষ্ট বুঝিবার জন্য শুধু একবার। তারপর আপনি আমাদের নিয়ে যে চিন্তাই করেন না কেন তা আমরা অন্তর থেকে মেনে নেব। এই মাসের ১৩ তারিখে প্রথম আলো পত্রিকায় একটা ফটু দেখলাম যানযট নিয়ে যা নেয়া হয়েছে ফার্মগেট থেকে কাওরান বাজার পর্যন্ত। সেখানে আমি গুনে গুনে ৮ টা পাবলিক বাস পেয়েছি আর বাকি সব প্রাইভেট গাড়ি।

তাহলে আপনি বলেন আমাদের মত সাধারন জনগন কিভাবে যাতায়াত করবে? তাই আপনার কাছে আমার দ্বিতীয় আবেদন বেশি করে প্রাইভেট গাড়ি আমদানি না করে বেশি বেশি পাবলিক গাড়ি আমদানি করুন। আর জনগনকে পাবলিক গাড়ি ব্যবহার করতে উতসাহিত করুন। তাতে আশা করি যানযট অনেকাংশে কমে যাবে বলে আমি মনে করি।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.