আমাদের কথা খুঁজে নিন

   

মানবিক আবেদন

লোকটির নাম আবদুল্লাহ্ মুহাম্মদ,অত্যান্ত অসহায় ও হতদরিদ্র। বসবাসের নির্দিষ্ট স্থান নেই। মা ও নেই। পড়াশুনা করতে পারেনি তেমন একটা। কওমী মাদ্রাসায় পড়েছে।

তবে তার জ্ঞানগর্ভ কথা মানুষের মাঝে অবাক ও বিষ্ময় করে দেয়। বাচন ভঙ্গি অতি নান্দনিক,অর্থের অভাবে আজ ও বিয়ে করতে পারেন নি। তার লিখন ও কথার শক্তি প্রখর। তার বর্তমান আর্থিক অবস্থা ও বিয়ের প্রয়োজন,আত্নীয়রা ও তেমন স্বচ্ছল নয়। এই মুহুর্তে বেশ টাকা পয়সার প্রয়োজন।

একটি পাঞ্জেগানা মসজিদে নামাজ পড়িয়ে যা পান তা দিয়ে নিজের চলতেই কষ্ট হয়। আবার তিনি ঢাকায় থাকেন। অতি দারিদ্র সত্যিই তাকে মহান করে তুলেছে। আমি ব্যাক্তিগত ভাবে বিভিন্ন সামাজিক প্রয়োজনে সমাজের ও আমার সকল ক্লাসমেট,বন্ধু ও ফেসবুকের প্রিয় বন্ধুদের কাছে সাহায্য চেয়ে থাকি। অনেকেই আমার আহবানে এগিয়ে আসেন।

আমার পূর্বে হ্যাক হয়ে যাওয়া face book এর মাধ্যমে গত august মাসে এক ঈমামের মায়ের অপারেশনের জন্য ২৭০০০/=টাকা সংগ্রহ করেছিলাম। এবারো আশাবাদী আবারো সকল বন্ধু ও বান্ধব ও পেইজ এর সকল এডমিন,কোম্পানী,মিডিয়া,মালিকদের একটু একটু help তাকে যেন ছোটখাট একটি ব্যাবসা ও বিয়ে করার যোগ্যতা তৈরী করে দেয়া যায় তবেই মহা পুরুষ্কার পাওয়া যাবে আল্লাহর কাছে। আমার হ্যাক হওয়া পুরনো সব বন্ধু হারিয়ে অনেক পিছিয়ে আছি। যাই হোক প্রত্যেক friend যদি ২০০/=করে দেয় তবে আমরা পাচ্ছি ১০৫ হতে প্রায় ২১০০০হাজার টাকা। আর অতিরিক্ত পেলে আরো ভাল।

আশা করি আমরা বেশী পাব। আর যারা পেইজ ও মিডিয়ার মালিক তাদের কাছে আরো আশা করব। আমাদের প্রতি বন্ধু যদি লেখাটা বা আবেদন টা পোষ্ট করে তাদের সকল লাইক করা পেইজে ও ওয়ালে তবে আরো সাড়া পাওয়া যাবে। সকলের আন্তরিকতা ও আমাদর প্রচেষ্টাই হয়তো তার ভবিষ্যত ও জীবন গোছানো হবে। আমাদের আশা বৃথা যাবেন।

বিদেশের বন্ধুরাই আমার আস্থাও সংগ্রহের জন্র্য বেশী আবেদন রইল। তারা যদি কষ্ট করে প্রতিজনে ৫০০০ করে দেয় তবে ১০ জনে আমরা পাই ৫০০০০ টাকা। এতেই তার সমস্যা কিছুটা লাঘব হবে। সাহায্য পাঠাতে আপনারা বিকাশ বা ব্যাংক এর মাধ্যমে করতে পারেন……. আবদুল্লাহ্ মুহাম্মদ এর ফোন নাম্বার01825688188 পাঠাবার ঠিকানা………… আবদুল্লাহ্ আল্ মেহেদী a/c:-24702011090 ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: কোম্পানীগঞ্জ শাখা,কুমিল্লা বিকাশের মাধ্যমে ও আপনারা আর্থিক সাহায্য করতে পারেন1839-644587 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।