আমাদের কথা খুঁজে নিন

   

ভাইরে আর ক্যাচাল ভালো লাগেনা .................. জনগণ একটু প্রাণ ভইরা তগো ভালো খেলা দেখবার চায়

বাতি ঘরের আলোয় সবাই আলোকিত হউক সাকিবের মিথ্যাচারে বিব্রত নির্বাচকরা! সাকিব আল হাসান ও ক্রিকেট পরস্পরের পরিপূরক। কেউ কারো পিছু ছাড়ছে না। নতুন করে লিখতে হচ্ছে সাকিব ও বিতর্ক পরস্পরের পরিপূরক। বাংলাদেশের ক্রিকেটে গত কয়েকবছর আলোড়ন তোলা বিতর্ক গুলোর মূলহোতা অধিনায়ক সাকিবই। জিম্বাবুয়ে সিরিজের দল নির্বাচন নিয়ে সাকিবের অনাহূত মন্তব্য বিব্রত করেছে নতুন নির্বাচক কমিটিকে।

সঙ্গে ক্রিকেটাঙ্গনে উত্তেজনাকর, উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছে। সাকিব বলেছেন,‘দল নির্বাচনের সময় আমার মতামত চাওয়া হয়নি। নির্বাচন শেষে জানানো হয়েছে। ’ বাস্তবে এমনটা হলে তা অধিনায়ক হিসেবে বলতেই পারেন সাকিব। কিন্তু পরবর্তী পর্যবেক্ষণে বের হয়ে আসছে ভিন্ন তথ্য।

তা হলো, দল নির্বাচন বিষয়ে মিথ্যাচারই করে বসলেন অধিনায়ক সাকিব। প্রধান নির্বাচক আকরাম খান জানালেন,‘দল ঘোষণার দু-তিন আগে আমি ওর সঙ্গে ফোনে কথা বলেছি। তারপর দল চূড়ান্ত করেছি। অপারেশন্স ম্যানেজার সাব্বিরের কাছ থেকে নাম্বার নিয়ে কথা বলেছি। কাকে কেন নিলাম জানিয়েছি।

ও দ্বিমত পোষণ করেনি। বাকি দুই নির্বাচকও সঙ্গে ছিলেন। সহঅধিনায়ক তামিমকেও জানিয়েছি। ’ তারপরও সাকিবের এমন অভিযোগ কেন প্রসঙ্গে খানিকটা নির্বিকার আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক আকরাম খান। বললেন,‘বুঝলাম না কেন বললো ও (সাকিব)।

দেখেন আমাদের কোনো নীতিমালা নেই অধিনায়কের সঙ্গে আলোচনা করতে হবে। শুধু সম্মান, ভদ্রতার খাতিরে হলেও সাকিবকে সবকিছু জানিয়েছিলাম। ’ যদি আকরাম, সাকিবের বক্তব্য পাল্টাপাল্টি ধরা হয় তাহলে সত্যতা আসছে না। তবে সেদিন আকরামের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার ও সাব্বির খান। হাবিবুল জানালেন,‘আকরাম ভাই যখন ফোন করে তখন আমি পাশেই ছিলাম।

’ তাহলে কেন সাকিব এভাবে বললো? হাবিবুল বলেন,‘আমি এ বিষয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না। আমরা কোচ, অধিনায়কের মতামত নিতে বাধ্য নই। তারপরও মতামত সবসময় নেয়া হয়। কোচ ছিল না তাই অধিনায়কের মতামত নেয়া হয়েছিল। ’ অপর নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু কিছুটা আহত কণ্ঠে জানালেন,‘মিথ্যা বলছে ও (সাকিব)।

ওর সঙ্গে আকরামের কথা হয়েছে ১১ জুলাই। আমরা দুই নির্বাচক এবং সাব্বির সামনে ছিলাম। ওতো নির্বাচনের পার্ট নয়। তার পরেও আকরাম ভদ্রতা দেখিয়ে অনেক কথা বলেছে। অধিনায়কের মতামত নেওয়া প্রয়োজন ছিল, নিয়েছে।

এমনটি সাকিব করতে পারেনা। শুধু শুধু উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করছে। ’ অপারেশন্স ম্যানেজার সাব্বিরও স্বীকার করলেন দল চূড়ান্ত করার আগে সাকিবকে ফোন করা হয়েছিল। তখন তিনি ছিলেন। সূত্র ; Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।