আমাদের কথা খুঁজে নিন

   

পাগলে জাত ভাইরে চিনে................

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209
অর্থমন্ত্রীর কক্ষে পাগল ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনার হিদার ক্রুডেনের মধ্যে বৈঠক চলাকালে আকস্মিকভাবে এক পাগল অর্থমন্ত্রীর কক্ষে প্রবেশ করেন। রোববার দুপুরে ঘটে এই অনাকাঙ্খিত ঘটনা। এ ঘটনায় সচিবালয়ে তোলপাড় সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই চেকশার্ট পরা শ্মশ্রুমণ্ডিত এক ব্যক্তি এলেন অর্থ মন্ত্রণালয়ে মন্ত্রীর কক্ষের সামনে।

সাংবাদিকেরা তখন মন্ত্রীর কক্ষের বাইরে অপেক্ষমাণ। তিনি অর্থমন্ত্রীর কক্ষের দরজার কাছে গেলেন এবং দরজা টেনে সোজা ঢুকে গেলেন কক্ষে। দরজার বাইরে ডানে-বামে উঁকি দিলেন। আবার ভেতরে ঢুকলেন। এবার দরজা টেনে হাত দিয়ে ইশারা করলেন অর্থমন্ত্রীকে।

ভেতরে তখনো কানাডিয়ান হাইকমিশনার কথা বলছেন। বিব্রত সবাই। স্বয়ং অর্থমন্ত্রী উঠে এসে চিৎকার করে বলছেন, ইউ স্টুপিড। গেট লস্ট। একটু বলেই নিজেই আবার দরজা টানলেন।

দাড়িওয়ালা লোকটিও চিৎকার চেঁচামেচি শুরু করলেন। তাকে তাৎক্ষণিক আটক করে অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব তানভীর বাশারের রুমে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে নিয়ে যায়। নিরাপত্তাকর্মীরা জানান,এই ব্যক্তি কীভাবে সচিবালয়ে প্রবেশ করেন তা জানা যায়নি। তার কাছে কোনো পাসও ছিল না।

জিজ্ঞাসাবাদে লোকটি বলেন, আমি দেশের মালিক। আমি সাধারণ কেউ না। আপনি কেন অসাধারণ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে লোকটির উত্তর আমি দেশের মালিক। আমি কেন অসাধারণ হব না। আপনি কীভাবে এলেন এখানে।

বললেন, পাস লাগেনি। আমি মন্ত্রীর কাছে এসেছি মেশিন নিতে। দেশের মালিকের মেশিনটি অর্থমন্ত্রীর কাছে। সেটি নিতে এসেছি। বাড়ি জানতে চাইলে একেকবার একেক কথা জানান তিনি।

বাড়ি- কখনো বলেন কিশোরগঞ্জ, কখনো কুমিল্লা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।