আমাদের কথা খুঁজে নিন

   

ভাইরে ড় টারে রক্ষা করেন

সুইট ভাই

ড় এবং র যেভাবে গুলিয়ে ফেলছি তাতে বাংলার পূর্ণ জীবিত ড় অক্ষটি এই যুগে আর থাকবে কি না সন্দেহ। আমরা ও বাংলায় লিখতে ভুল করি তবে ড় এর এমন বিলুপ্ত ব্যবহার মেনে নিতে পারিনা। নিচের কয়েকটি বাক্য( সঠিক এবং ভুল) লক্ষ্য করলে কিছুটা ধারনা পাবেন - ১) সঠিক: আমি আমড়া খাব। ভুল: আমি আমরা খাব। -বেচারা ফল খাইতে চাইলো কিন্তু হয়ে গেল তিনি খুবই আন্তরিক এবং তিনি একসাথে বসে খাইতে খুবই পছন্দ করেন।

২) সঠিক: এখানে যত্ন সহকারে পড়ানো হয়। ভুল: এখানে যত্ন সহকারে পরানো হয়। - তিনি খুবই যত্ন করে পড়াতে চাইছেন কিন্তু এখানে তিনি বোঝাতে চাইছেন যদি কেউ কাপড় পরতে না জানেন তবে তার কাছে চলে যাবেন তিনি খুব যত্ন সহকারে পরিয়ে দিবেন। ৩) সঠিক: এখানে অতি যত্ন সহকারে কাপড় ধোলাই ও আয়রণ করা হয়। ভুল: এখানে অতি যত্ন সহকারে কাপর ধোলাই ও আয়রণ করা হয়।

-এখানে কাপুরুষ লিখতে যেয়ে তিনি লেখা শেষ করতে পারেনি এমন হতে পারে। আবার এমন হতে পারে এটা কাপুরুষ ধোলাই এর কারখানা । ৪) সঠিক: এখানে খিচুড়ি ভাত পাওয়া যায়। ভুল: এখানে খিচুরি ভাত পাওয়া যায়। -ভাই দুঃখিত এটার কোন মানে আছে কি না জানিনা তবে চুরি করা চাউল দিয়ে রান্না করা কোন ভাত হতে পারে।

৫) সঠিক: বই পড়। ভুল: বই পর। -দেশে খুব অভাব তো! এখানেও তিনি জামার বিকল্প হিসাবে বইকে শরীরে পরাতে চাইছেন। ৬) সঠিক: দোকান ও বাসা ভাড়া দেওয়া হইবে। ভুল: দোকান ও বাসা ভারা দেওয়া হইবে।

-please আপনিই বলুন কারণ এটার মানে আমি বললে অন্য রকম শুনাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।