আমাদের কথা খুঁজে নিন

   

ভাইরে কৃষকদের বাচাঁন....



গতকাল বাসায় ৫ কেজি গাজর কিনেছি ২০ টাকায় অর্থাৎ প্রতি কেজি ৪ টাকায়। এবার চিন্তা করেন, কৃষকরা কত টাকায় বেপারিদের কাছে বিক্রি করেছে তারপর বেপারিরা কত টাকায় দালালদের কাছে বিক্রি করেছে তারপর কত ট্রান্সপোর্ট কস্ট দিয়ে ঢাকার কাওরান বাজার তারপর কত টাকায় ঢাকার নিউমার্কেটে আসছে। হিসেব করলে মাথা খারাপ হয়ে যায়.... আমার মতে কৃষকরা ১ টাকার ও কম টাকায় বিক্রি করেছে। এবার আসেন আসল কথায়... আমার কতগুলো প্রশ্ন....

১) ওদের উৎপাদন খরছ কত????

২) কে ওদের খরচ দিচ্ছে?????

৩) ওরা কোথা থেকে টাকা এনে উৎপাদন করছে.....আমাদের খাওয়াচ্ছে????

৪) আর কতদিন এভাবে ওরা আমাদের অন্ন জোগাবে???

৫) সরকার কি ওদের দিকে তাকাবে না????

৬) আজ যদি ওরা উৎপাদন বন্ধ করে রিয়েল স্টেটস্ ব্যবসায়ীকে জমি দিয়ে দেয় বা লাভবান তামাক বা আফিম চাষ করে তাহলে সরকার তাদের কিভাবে ঠেকাবে ???

৭) এ খাদ্য আমদানী করতে সরকারের কত টাকা খরচ হবে????

আমি তত্ত্ব কম বুঝি কিন্তু কৃষকদের না বাচাঁলে যে আমার ধ্বংস হয়ে যাবো এতটুকু অন্তত বুঝি.............. তাহলে সরকার বুঝবে কবে????? কেন এখনো কেই এ নিয়ে কথা বলে না ?????? কোটি কোটি টাকা খরচ করে ভারতীয় চ্যানেল আমদানী করি.....ভারতীয় নর্তকীদের দিয়ে আসর জমাই কিন্তু কৃষক ভাইদের দিকে নজর দেয়ার সময় নেই... নাকি নাচে গানে এতই মশগুল যে এ দিকে তাকানোর সময় পর্যন্ত নেই আমাদের.....

ধন্যবাদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।