আমাদের কথা খুঁজে নিন

   

হাম্মাম [হামহাম] ঝরণা !!!

♫♫♫ আমি যদি ডুইবা মরি ভব সাগরে এএএএএএএএএএ ভাসবি কি তুই আমার সাথে ডুইবা ওপাড়ে এএএএএএএ ♫ ♪ ♫ অর্ণব আমার কানের ভিতর চিল্লাছে আর আমি ঊপবন ট্রেনে ঝিমাচ্ছি । ট্রেন আসতে আসটে থামতেই আসিফ আর পারভেজ ভাই ডাকাডাকি শুরু করে দিলেন "নামেন সবাই .... শ্রীমঙ্গল চলে আসছি" এই ডা কোন কাজ হইলো ! রাত দুপুরে [৩:২০] বাংলাদেশ রেলওয়ে আমাদের শ্রীমঙ্গলে নামিয়ে চলে গেল ..... এখন এই রাতের বেলা হাম্মাম [হামহাম] ঝরনা দেখতে কেমনে যাই ষ্টেশনের বাইরে বের হলাম খোঁজ নেওয়ার জন্যে ... পুলিশ দেখলাম .. তারা জানালো "ভোর ৬টার পরে বাস অথবা জীপ পাওয়া যাবে, এখন কিছুই পাবো না আর পাহাড়ি রাস্তা, তাই ভোর হলেই রওনা দেয়া ভালো" শবে বারাতের রাত ... রেস্টুরেন্টে মানষ গিজ গিজ করছে .... রুটি, ডাল-ভাজি আর ডিমের ওমলেট দিয়ে নাসতা সেরে নিলাম সবাই ... চা মুখে দিতেই উজ্জল চেচিয়ে উঠলো "এহহে ... পুরাই ঘোড়ার ইয়ে " বেশি লিকার ... তিতা আবার ষ্টেশনে ফিরে অপেক্ষা করতে লাগলাম ... কেউ কেউ বেঁঞ্চে ঘুমিয়ে পড়লো ... আসিফ ভাই উনার ট্রাইপট আর ডি৯০ বের করে ক্লিক করতে শুরু করলেন আমরা বাকিরা অপেক্ষা করতে লাগলাম ভোরের জন্যে [চলবে]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.