আমাদের কথা খুঁজে নিন

   

যে প্রশ্নগুলো করলাম, তার উত্তর গুলো কারোর জানা আছে ??????

জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... ১. পরিমল জয়ধর এখন কোথায়? তার মামলাটা কী অবস্থায় আছে? কয় বছর সাজা হয়েছে তার? ২. ঝালকাঠির লিমন হোসেনের মামলা কি এখনও আছে? সে কেমন আছে, কোথায় আছে? ৩. আমিনবাজারে ছয় ছাত্রের হত্যাকারীদের খবর কী? কেউ কি গ্রেপ্তার হয়েছিল? মামলাটা কী অবস্থায় আছে? ৪. কেমন আছে মেঘ সারোয়ার? সাগর-রুনি হত্যামামলাটা বেঁচে আছে? সাহারার আটচল্লিশ ঘণ্টা পার হয়েছে? সাগর-রুনির হত্যার বিচারের দাবিতে শুরু হওয়া সাংবাদিকদের আন্দোলন কী অবস্থায় আছে? ৫. পুলিশের উপস্থিতিতে নোয়াখালী/লক্ষ্মীপুরে প্রকাশ্য গণপিটুনিতে শামসুদ্দিন হত্যায় কেউ কি শাস্তি পেয়েছিল? ৬. পুরান ঢাকার ভস্মীভূত এলাকা নিমতলি থেকে রাসায়নিক দ্রব্যের গুদামগুলো সরানো হয়েছে? ৭. চাঁপা রানিকে মোটর সাইকেল-চাপা দিয়ে হত্যা করা বখাটেরা কই আছে? মামলাটার কী খবর? ৮. কেমন আছেন কানিজ আলমাস খান? কেমন চলছে তার ব্যবসাপাতি? এখন কে কে আসেন তার ওখানে 'সেবা' নিতে? ৯. কী শাস্তি হয়েছে তারেক মাসুদের হত্যাকারী বাসচালক কিংবা মিরসরাইয়ে অর্ধশত ছাত্রছাত্রীর হত্যাকারী ট্রাকচালকের? ১০. তাজরিন গার্মেন্টেসের অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল বলে প্রতিবেদনে জানিয়েছে তদন্ত কমিটি, কে বা কারা করেছিল সেই পরিকল্পনা? গার্মেন্টসের মালিককে গ্রেপ্তার করা হয়নি কেন? কী অবস্থায় আছে ঘটনাটা? ১১. বহদ্দারহাট উড়ালসেতুর প্রকৌশলীদের বা ঠিকাদারপ্রতিষ্ঠানের কাউকে গ্রেপ্তার করা হয়েছে? সর্বশেষ কী খবর ঐ ঘটনার? ১২. প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকার বাবা-মাকে হত্যা করা গুলশানের সেই বখাটেদ্বয়ের খবর কী? ১৩. কী খবর পরকীয়ার স্বার্থে নিজের শিশুপুত্রকে হত্যা করা আদাবরের সেই মায়ের? ১৪. সেনা সদস্য মার্টিন সরকারকে খুন করা স্ত্রী-কন্যারা কই আছে এখন? বিচার হয়েছিল? ১৫. কেমন আছে আবদুল কাদের? কোথায় আছে কাদেরকে কোপানো ওসি? কী শাস্তি হয়েছে ওসির? ১৬. বিশ্বজিত্‍- হত্যা মামলারই বা সর্বশেষ খবর কী? ইস্যু আসে, ইস্যু যায়। একেক ইস্যু ভেসে যায় আরেক ইস্যুর স্রোতে। এক সপ্তাহের বেশি বাঁচে না কোনো ইস্যু, আমরা সব ভুলে যাই সোনা মাছের মতো। পুরোনো ইস্যু নিয়ে প্রতিবেদন দিলে কাটতি বাড়ে না বলে গণ-মাধ্যমও বাদ দিয়ে দেয় ফলোআপ, পাবলিকও চুপচাপ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.