আমাদের কথা খুঁজে নিন

   

বোঝা!

নিমতলিতে সেই অগ্নিকাণ্ড, মিরসরাই'য়ের ট্রাক এক্সিডেন্ট, আমিনবাজারের হত্যাকাণ্ড ও ছোট্ট নুহা'র চলে যাওয়া। এই ভাবে সব তাজা প্রান গুলো চলে যেতে থাকলে এই সমাজ এক দিন মরুময় হয়ে যাবে।-------------------------------------------------এই অভিযোগ আমরা কাকে জানাবো! শুনে ছিলাম দেয়ালেরো কান আছে কিন্তু এই সমাজ ও রাষ্ট্রের দায়িত্বশীলদের কোন অভিযোগ শুনার মত সময় নেই, ওরা সত্যিই দেয়াল তবে ওদের মত দেয়ালের কোন কান নেই, নেই চোখ।--------------------------------------------------নাম তার সাহারা খাতুন! সাহারা একটি মরুভূমির নাম, খাতুন মানে কন্যা অর্থাৎ মরু কন্যা! এই মরু কন্যা মানে কি? যে মরু ভুমিতে বসবাস করে, তাই? নাহ! এই অর্থ তার জনে মানায় না কারন মরুতে পথ হারা পথিক কে মরুকন্যা জল দিয়ে, পথ দেখিয়ে উদ্ধার করে আর স্বয়ং মরু যাকে প্রসব করে সেই কন্যা হয় পাষাণ। এই হল আমাদের সাহারা খাতুন। যুগ যুগ বেচে থাকুন! মানুষ আপনাকে দেখিয়ে বলবেঃ ঐ দেখ আমাদের বোঝা! সমাজ ও রাষ্ট্রের বোঝাটা! সময় এসেছে ঐ সব বোঝাদের ছুড়ে ফেলার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।