আমাদের কথা খুঁজে নিন

   

পবিত্র লাইলাতুল বরাত

তারা ভরা রাতের নিষাচর... আজ রোববার পবিত্র শবে বরাত। ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে সারা দেশের মুসলমানরা দিনটি পালন করবেন। শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত ও পবিত্র। এ রাত পবিত্র মাহে রমজানের আগমনী বার্তা ঘোষণা করে। ফার্সি 'শব' শব্দটির অর্থ রাত, আর 'বরাত' শব্দের অর্থ ভাগ্য।

বিশেষ এ রাতে মহান আল্লাহতায়ালা আগামী এক বছরের জন্য মানুষের রিজিক, জন্ম-মৃত্যু ইত্যাদি বিষয় নির্ধারণসহ তার সৃষ্ট জীবের ওপর অসীম রহমত নাজিল করে থাকেন বলে এ রাতকে শবে বরাত বা ভাগ্যরজনী বলা হয়। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে শবে বরাত সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত। আজ রোববার সূর্যাস্তের পরই শুরু হবে পবিত্র এ রজনী। কাল সোমবার সূর্যোদয় পর্যন্ত এ রাতের ফজিলত অব্যাহত থাকবে। শবে বরাত সম্পর্কে প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ প্রদান করেছেন তা হলো- এ রাতে তোমরা বেশি বেশি নফল নামাজ আদায় করো এবং পরবর্তী দিনে রোজা রাখো।

সূর্য অস্তমিত হওয়ার পরক্ষণ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি পৃথিবীর কাছাকাছি আসমানে প্রকাশ পায়। তখন আল্লাহপাক বলতে থাকেন- আছে কি কেউ ক্ষমাপ্রার্থী? যাকে আমি ক্ষমা করব, আছে কি কেউ রিজিকপ্রার্থী? যাকে আমি রিজিক প্রদান করব। আছে কি কেউ বিপদগ্রস্ত? যাকে আমি বিপদমুক্ত করব। আল্লাহপাকের মহান দরবার থেকে প্রদত্ত এ আহ্বান অব্যাহত থাকে ফজর পর্যন্ত। রাসুল (সা.) বলেন_ 'এই রাতে আগামী বছর যত শিশু জন্ম নেবে এবং যত জন মারা যাবে তাদের তালিকা তৈরি করা হবে।

সবার গত বছরের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। এইরাতে মানবজাতির আগামী দিনের উপার্জন নির্ধারণ করা হবে'। (মশকাত শরিফ)। বস্তুত শবে বরাত হলো আল্লাহপাকের মহান দরবারে ক্ষমা প্রার্থনার বিশেষ সময়। আল্লাহপাকের নৈকট্য ও সান্নিধ্য লাভের এক দুর্লভ সুযোগ এনে দেয় এ শবে বরাত।

অতএব, প্রতিটি কল্যাণকামী মানুষের প্রধানতম কর্তব্য হলো এ সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করা। আল্লাহপাকের ইবাদত-বন্দেগিতে পূর্ণ রাত অতিবাহিত করা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.