আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে উদ্বোধন

আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল উদ্বোধন করা হয়েছ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। শনিবার সকাল ১০ টায় বাংলাদেশ ব্যাংকের সিলেট অঞ্চলের মহা-ব্যবস্থাপক নির্মল চন্দ্র ভক্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাউন্ডেশনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে এক আলোচনা সভায় অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সিলেট অঞ্চলের উপ-পরিচালক এ কে এম ফজলুল হক, বিটিআরআই এর পরিচালক মুকুল জ্যোতি দত্ত, উপজেলা প্রাথমিক শিা কর্মকর্তা কিশলয় চক্রবর্তী, শ্রীমঙ্গল আবাসিক বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্য অসিত পাল, বিশিষ্ট সমাজসেবক দ্বিজেন্দ্র লাল রায়, ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ লুৎফুর রহমান প্রমুখ। শিকিা অনিতা ভট্টাচার্য্যরে উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব।

অনুষ্ঠানের এক পর্য়ায়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিয়ার রহমান মুঠোফোনে উপস্থিত সকলের উদ্দেশ্যে শভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এ ফাউন্ডেশনটি গড়ে তোলায় সিতেশ বাবুর উদ্দ্যেগটি অত্যন্ত অনুকরনীয় কাজ বলে তিনি স্বীকার করেন। তিনি এই সেবা ফাউন্ডেশনটির জন্য ব্যক্তিগত তহবিল থেকে ১ লাখ টাকার অনুদান প্রদান করেন। এছাড়াও সভায় উপস্থিত বিশেষ অতিথি দ্বিজেন্দ্র লাল রায় সেবা ফাউন্ডেশনের জন্য ২৫ হাজার টাকা অনুদানের ঘোষনা দেন। উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলার পশুপ্রেমী সিতেশ রঞ্জন দেব মিনি চিড়িয়াখানার আদলে গড়ে তুলেছেন এই ফাউন্ডেশনটি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.