আমাদের কথা খুঁজে নিন

   

"ফকির বিলাস"



ছায়াটাকে বেশ ছোট মনে হচ্ছিল । সকালে যখন ঘর থেকে বের হয়েছিলাম তখন অনেক লম্বা মনে লাগছিল । এতটা সময় বাইরে ঘুরতে হবে সেটা ভাবতেই পারিনি । ক্ষুধাও লেগেছে ,নাশতা টাও করা হয়নি । ভেবেছিলাম খুব দ্রুত কাজটা সেরে আরাম করে,শুয়ে-বসে টিভি দেখতে দেখতে নাশতা করবো ,আর এখন রোদের মধ্যে পথে পথে ঘুরছি ।

ঘটনাটা তাহলে খুলেই বলি । আমি আসলে পথে পথে ঘুরছি ফকিরের সন্ধানে । বিশ্বাস হচ্ছে নাতো ?? প্রথমে আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না । ফকিররা যে এতটা দুষ্প্রাপ্য সেটা আগে বুঝি নি,এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি । ঠিক করেছি এখন থেকে ফকিরদের সাথে বুঝে শুনে কথা বলতে হবে ।

প্রশ্ন করবেন তো বাপু হঠাৎ তোমার ফকিরের এত দরকার পড়লো কেন ? আসলে দরকারটা আমার নয়,আমার উপরমহল থেকে নির্দেশ এসেছে জনাদশেক ফকির বাসায় এনে উপস্হিত করার জন্য । এই উপরমহলটা হচ্ছে আমার আম্মু । আম্মু ঠিক করেছে ফকির আপ্যায়ন করাবে । কেন আম্মুর মাথায় এই ভূত চাপলো সেটা বুঝা যাচ্ছে না,তবে আন্দাজ করছি কোন মানত হবে হয়তো । আমার কারণ নিয়ে কোন মাথাব্যথা নেই,দুশ্চিন্তার ব্যাপার হচ্ছে এতক্ষণ ধরে পথে ঘুরে আমি একজন ফকিরের সন্ধানও পায়নি ।

পাবই বা কিভাবে?ঝোলা হাতে যাদের ফকির মনে হয়, তারা যে ফকির তারই বা নিশ্চয়তা কি? কাছে গিয়ে জিজ্ঞেস করবো "আপনি কি ফকির? " হতে পারে বাজার থেকে ফিরছে কেউ,আবার কাজের বুয়াও হতে পারে । তাহলে আর রক্ষা নেই,কারণ ঢাকাবাসী মাত্রেই জানেন কাজের বুয়াদের আকাশস্পর্শী আত্নসম্মানবোধের কথা । যদি এমনটা জিজ্ঞেস করি চ্যাংদোলা করে এমন আছাড় মারবে যে অযথাই পঙ্গু হাসপাতালের ডাক্তারদের ব্যস্ততা বাড়বে । তাহলে ফকিরের সন্ধান পাব কোথায়? আসলে ফকিরদের আমি শুধু গেটেই লক্ষ্য করেছি । তখন নিশ্চিত হওয়া যায় যে ব্যাটা নিশ্চিত ফকির,কিন্তু পথে ফকির চেনার উপায় আমি জানি না ।

নিরুপায় হয়ে তাই ঘরমুখো হলাম । মনে মনে ভাবছিলাম "----ফকির তোমরা দুষ্প্রাপ্য ,তোমরা মোর ভাই এসো না ক'জনা মিলে বসে কিছু খাই------"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।