আমাদের কথা খুঁজে নিন

   

তোরা মানুষ না, তোরা রাজনীতিক....তোরা মিডিয়া না, তোরা ধর্ষক-বেশ্যার দালাল

স্বপ্ন ছুঁয়ে অবিশ্বাস্য! ভাবতে কষ্ট হচ্ছে আমি একটা স্বাধীন -সভ্য দেশের মানুষ। বিশ্বাস করুন নিজেকে আমি এখন এই রাষ্ট্রের একজন নিরাপদ নাগরিক আর ভাবতে পারছি না। কেন? আমার ধারনা আপনারাও কিছুটা হলেও আতঙ্কে ভুগছেন। ভিকারুন্নিসার সাম্প্রতিক ঘটনায় যা হল, তারপর আশা ছিল অবশ্যই একজন স্বেচ্ছায় পতিতা-ধর্ষকের দালাল প্রিন্সিপালের অপসারন তো হবেই এমনকি তার উপযুক্ত বিচার ও হবে একটা ধর্ষককে বাঁচানোর জন্য অন্যায়ভাবে নিজের ক্ষমতা প্রয়োগের জন্য। কিন্তু কি হচ্ছে তা কি দেখতে পাচ্ছেন? কোন রকম ভয়-ভীতি ছাড়াই অবিরাম আন্দোলন করে যাচ্ছে স্কুল-কলেযে পড়া বাচ্চা অথবা কিশোরী কিছু মেয়ে।

কারন এখন দেয়ালে তাদের পিঠ ঠেকে গেছে। নাহলে আবার হয়ত বেশ্যা প্রিন্সিপাল আর তার মিচুয়াল সেক্স পার্টনার ঝাঁপিয়ে পড়বে কোন মেয়ের উপর। সুতরাং এই আন্দোলন শুধু ভিকারুন্নিসার কিছু ছাত্রী নয় বরং এই আন্দোলন দেশের প্রতিটা মেয়ের জন্য। আপাতত আন্দোলন বন্ধ। কিন্তু কি হয়েছে তা লক্ষ্য করেছেন কি? ব্লগার আলিম আল রাজির চমৎকার আপডেট পোষ্টে নিশ্চই আপনাদের প্রায় সব কিছু জানা হয়েছে, তবু ও সামগ্রিক অবস্থাটাকে একসাথে উপুস্থাপনের জন্য কিছু ব্যাপার উল্লেখ করি- ছাত্রীদের প্রধান এবং একামাত্র দাবি ছিল হোসনে আরার অপসারন এবং পরিমলের বিচার।

কিন্তু সেই হোসনে আরার অপসারন নিয়ে যে নির্লজ্জ নাটক আমাদের সরকার করল তার তুলনা কোথায় পাওয়া যাবে জানি না। সবার প্রথমে হোসনে আরাকে অপসারন করল আগের ম্যানেজিং কমিটি। কিন্তু "আমার বয় ফ্রেন্ড দেশে নাই তাই এই বিচার মানুম না" এই কথা বলে বেড়াতে লাগলেন প্রিন্সিপাল আন্টি। সরকার হয়ে গেল অতি তৎপর। যে ম্যানেজিং কমিটি হোসনে আরাকে বহিস্কার করেছে তাকেই বহিস্কার করা হল! এরপর শুরু হল ছাত্রীদের লাগাতার আন্দোলন।

মিটিং এর পর মিটিং হচ্ছে। কিন্তু কোন খবর নেই। আর এই সময়ে বাংলাদেশের ইতিহাসে যে কোন ধর্ষকের পক্ষ নিয়ে এবং একজন স্বেচ্ছায় বেশ্যার পক্ষ নিয়ে সবচেয়ে কলঙ্কিত ভূমিকা পালন করলেন আমাদের মাননীয় প্রধান মন্ত্রী এবং শিক্ষা মন্ত্রী। তাদের অমৃত বানীগুলো শুনুন, শিক্ষামন্ত্রীর বক্তব্য, " আইন অনুযায়ী হোসনে আরাই এখনো প্রিন্সিপাল"। প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্ত , "আমি ওখানে যাব না,টেলিভিশনেই দেখব"।

ধন্যবাদ আপনাকে মাননীয় শিক্ষা মন্ত্রী। আসলেই, আপনি ঠিকই বলেছেন। আপনার আইন মতে তো অবশ্যই হোসনে আরাই প্রিন্সিপাল। কারন হোসনে আরা আপনার অনুগত লোক, আপনার দলের লোক। সুতরাং আপনার আইনে তিনি একজন ধর্ষকের দালালি করার পর ও প্রিন্সিপাল থাকবেন, এতে আমরা অবাক হচ্ছি না।

আমরা গর্বিত , আপনার মত একজন শিক্ষা মন্ত্রীকে নিয়ে। ভাবতেই ভালো লাগে যে, আপনার মত একজন মানুষ এ দেশের সমস্ত ছাত্র-ছাত্রীর অভিভাবক! অভিবাদন গ্রহন করুন মাননীয় শিক্ষামন্ত্রী, এই অধমের পক্ষ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সম্পর্কে আর নতুন কি বলব। আপনি এখন ব্যস্ত দেশে "ভালো " ফেরি করে বেড়াতে। সুতরাং আপনার কি সময় আছে , কিছু বেয়াদব(!), মেয়ের আন্দোলনে যাওয়ার? তবে মাননীয় প্রধানমন্ত্রী, দুষ্টু লোকেরা বলে সময় না, আপনার নাকি সাহসের অভাব! কেননা হোসনে আরা তো নাকি আপনার ই বান্ধবী, আপনার পরিচয়েই ভিকারুন্নিসায় তার একচ্ছত্র দাপট।

পরিমল নাকি আপনার নিজ এলাকার পরিচয়েই সব অপকর্ম চালিয়েছে নির্বিঘ্নে, এমনকি আপনার কার্যালয় থেকেই নির্দেশ এসেছে ছাত্রলীগ ক্যাডার পরিমলকে ভিকারুন্নিসার টীচার বানানোর জন্য, বি সি এস ক্যাডার বানানোর জন্য। সুতরাং আপনি কেন যাবেন সেখানে? বলা তো যায় না, কিছু বেয়াদব(!), মূর্খ (!) ছাত্রী তো আপনার গাড়িতেও জুতা ছুড়ে বসতে পারে ,যেমন ছুড়ছে হোসনে আরার বাসে। আপনি বরং বাসায় বসে ভারতীয় কোন চ্যানেলে ভিকারুন্নিসার ঘটনা দেখতে চেষ্টা করুন, আর সেই সাথে শাহরুখ খানের জোশ কোন হিন্দি গান। এবার আসি একটু মিডিয়ার কথায়। আমাদের আদর্শবাদী নুর ভাই ( দুষ্টু লোকেরা অবশ্য ওনার টাকার উৎস নিয়ে প্রশ্ন করে!) এর দেশ টিভি এবং ফালু ভাইয়ের (এনার সম্পর্কে কিছু বললে কিন্তু ম্যাডাম রাগ করবেন!) এন টিভির সাংবাদিকেরা আমার বোনদের হুমকি দিয়েছে, "দেখবি এবার তোদের সংবাদ কেমনে যায় টিভিতে।

তোদের সাহস কমানোর সময় আসছে"। আহ,কি সুন্দর! এত সুন্দর করে হুমকি না দিলে বুঝি সাংবাদিক! বেশ্যার দালাল, ধর্ষকের দালাল সাংবাদিক হতে গেলে তো এমনই হতে হবে! আর প্রথম আলো? আরে ভাই, প্রথম আলো তোপ বলেই দিয়েছে ,"যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো"। তাহলে বুঝছেন না? বেশ্যা আর ধর্ষক কেই প্রথম আলোর ভালো লাগে, তাই প্রথম আলো ওদের সাথেই আছে। তাছাড়া ঠোট কাটা মানুষেরা বলে থাকেন কিসের বাইশে আগস্ট না তেইশে আগস্টের মামলার কথা শুনে নাকি মতি ভাইয়া এখন ডেঙ্গু জ্ব্ররে ভুগছেন! সেই সাথে প্রথম আলোর এক স্যারের কথা মনে পড়ে গেল। যেই স্যার ছিলেন শৈশব-কৈশোরের নায়ক, যার প্রতিটা বই এখন পর্যন্ত আমার পড়া-আমার সেলফ ভর্তি যার বই, যার কলাম পড়ে এক সময় মনে হত এই দেশে এখনো স্পষ্ট কথা বলার কিছু মানুষ আছেন, সেই স্যার এখন শীত নিদ্রায় আছেন।

ঠিক যেমন শীত নিদ্রায় ছিলেন আড়িয়াল বিমান বন্দরের আন্দোলনে, যেমন শীত নিদ্রায় ছিলেন তেল-গ্যাস রক্ষার আন্দোলনে। অসুবিধা নেই স্যার, শীত নিদ্রায় থাকুন আপনি। আমরা আমাদের মত করে কাজ চালিয়ে যাব। কেউ সাথে থাকুক আর নাই বা থাকুক। তবু ও এখনো অপেক্ষায় আছি , যদি শীত নিদ্রা ভাঙ্গে আপনার! আন্দোলনের সময় সরকারের সদা তৎপর পুলিশ বাহিনী স্কুল-কলেজে পড়ুয়া বাচ্চা মেয়েদের গ্রেপ্তার করার হুমকি দিয়েছে! মিছিল করতে বাধা দিয়েছে।

স্কুলের বাচ্চা মেয়েদের জন্য খাবার কিনে আনতে বাধা দিয়েছে তথ্য মন্ত্রনালয়ের ক্যাডাররা! শাবাশ পুলিশ, শাবাস আমলাদের দল! আজ রাষ্ট্র তার সর্ব শক্তি নিয়োগ করেছে একটা স্বীকৃত ধর্ষক আর বেশ্যাকে বাঁচানোর জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং আমাদের সুশীল মিডিয়া , কি সম্পর্ক আপনাদের সাথে এই ধর্ষকের? কেন আপনারা আজ বেশ্যার দালালি করছেন? উত্তরটা আপনারা না দিতেও পারলেও আমরা দিতে পারি। কারন তোরা মানুষ না , তোরা রাজনীতিক। তোরা মানুষ না , তোরা বেশ্যা-ধর্ষকের দালাল মিডিয়া। কিন্তু কি ভেবেছিস তোরা? তোদের পেটোয়া বাহিনী, মন্ত্রনালয়ের রাজনৈতিক নেড়ী কুত্তা মাজা ভাঙ্গা কিছু বি সি এস ক্যাডার আর চুচীল দালাল মিডিয়ার সাহায্যে তোরা মানুষকে দমিয়ে রাখবি? তোদের কুত্তামি অব্যাহত রাখবি? তাহলে শুনে রাখ, এত সোজা না।

এখন আন্দোলনের মুখে তোরা এই প্রিন্সিপালকে ছুটি দিয়ে বাঁচানোর জঘন্য চেষ্টা করছিস। কিন্তু সেই দিন সামনে আসছে যেদিন তোরাই এই প্রিন্সিপালকে বহিষ্কার করবি , পরিমলদের নিয়োগ দেয়ার সাহস করবি না। মাথা নত করবি আমাদের আন্দোলনের সামনে। আর যদি তা না করিস, তাহলে শুনে রাখ , মানুষের প্রতিবাদের তীব্রতায় নিশ্চিহ্ন হয়ে যাবি তোরা। মানুষ জাগছে, গর্জন শুনতে পাচ্ছিস না? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.