আমাদের কথা খুঁজে নিন

   

"তোরা গা্মেন্টস কর্মী, তোরা মরলে কার কি আসে যায়?"

আজকাল মশার কয়েল দিয়ে যেমন মশা মরে না ঠিক তেমনি আমার ব্লগিং দিয়ে এই দেশের কোনো উপকার হবে না :D ১৭০ জন মরসিস তো কি হয়েছে, তোরা যে ২০ লক্ষ কর্মী আসিস তোরা সবাই মারা গেলেও আমাদের চোখে পানি আসবে না। আই যে দেখসিস না, তোরা মারা যাওয়ার পরেও তদের নিয়ে আমি এখনো কোন শোক প্রকাশ করে ফেসবুক এ কোন স্ট্যাটাস দেইনি, অতছ আই আমি বিভিন্ন পূজা- ঈদে কত ধরনের স্ট্যাটাস দিয়ে থাকি্‌। উল্টো আরও একটা পজ মারা ছবি upload করছি। এই যে দেখ, সামুতে এইবারের ঈদ আর পূজা তে ব্যানার নেয়ে কত ক্যাচাল হল অতছ আজকের আই দিনে সামু ব্লগাররা সবাই নিরভিকার, কেউ দাবিও তুলসে না যে সামু ব্লগএ ব্যানার এ শোক প্রকাশ করুক। আমিও বা আর সবাইর থেকে আলাদা নই।

কেন করতে যাবো? তুই বেতন পেতি ২০০০ টাকা তার উপর ৩ মাসের বেতন বকেয়া, তরে কে বলছিল মাথার ঘাম পায়ে ফেলে আই দেশের জন্য ফরেন ডলার নিয়ে আই? আই দেখ না, তোর টাকাই আজ নেট চালাতে পারছি অতছ তোকে এই নেট জগতে ঠাই দেই নি, কেন দিব আমার বয়ে গেছে?আমার ঠেকা? তোদের নিয়ে স্ট্যাটাস দিলে আমার বন্ধুরা ছি ছি করবে। জানিস আমার বন্ধুরা গুচ্ছি, Ck, Dolce n Gambanar পোশাক পড়ে। কিন্তু জানিস ওরা জানে না যে, অই পোশাক গুলু তোর হাতে গড়া। ওদের সাথে এই আমিও আজ তোকে নিয়ে মাতামাতির ছেয়েও বাংলাদেশ-ওয়েস্ত ইন্দিস এর টেস্ট দেখে আরও বেশি মজা পাচ্চি। তুই এই দেশের জন্য ডলার এনেসিস বলে কি রাজ্য উদ্দার করেসিস? জানিস না এই দেশে তোর মতো গুনিদের ভাত নেই? সে বঙ্গবন্ধু বলিস আর হাল আমলের ইউনুস বলিস।

তবে যাই বলিস, তোরা জীবিত থাকার সময় যেমন করে দেশের উপকার করতি ঠিক তেমনি মারা গিয়ে কারও কারও ভীষণ উপকার করেসিস। জানিসই তো এই দেশে গা্মেন্টস এর ছেয়েও টিভি চ্যানেল বেশি। তোরা মরে গিয়ে ভাল একটা খবরের উপাদান হয়েসিস। দেখিস আগামি কয়েকদিন তোদেরকে কি নিয়ে পরিমান মাতা-মাতি হয়। এই দেখ না আমি নিজেও হিটের আশা করে তোদের কে নিয়ে একটা পোস্ট করেছি।

আর রাজনিতিবিদ দের কাদা ছুরাছুরি তো আর নাই বল্লাম। আজকের এই পবিত্র ১০ ই মহরমে সবশক্তিমান যেন তোমাদের কে বেহেস্তে নসিব করুক, আমিন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.