আমাদের কথা খুঁজে নিন

   

ভিকারুন্নেসা আপডেট

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। ঢাকা শিক্ষাবোর্ড ৭ দিন সময় চাইছে নিরপেক্ষ তদন্তের। এনটিভি পৌঁছেছে। সাথে অন্য মিডিয়ার সবই। তবে প্রথম আলোর সুবিধাবাদি চরিত্রের কারনে ছাত্রীরা এবং এক্সভিকিরা প্রথম আলোকে ট্রাষ্ট করছে না।

মিডিয়া এখন আম্বিয়া আপা এবং অন্য টিচারদের সাথে কথা বলতেছে। (১ মিনিট আগের ফোন আপডেট। ) আপডেটঃ সকাল ১১টাঃ মিডিয়া স্টুডেন্ট অডিটরিয়ামে ছাত্রীদের বক্তব্য শুনতাছে। আপডেটঃ সকাল ১১.১৫ তথ্যমন্ত্রনালয় ক্যামেরাম্যান পাঠিয়েছে ভিকারুন্নেসায়। বেশিরভাগ মিডিয়া নিজেরাই বিচারক সেজে উল্টোপাল্টা প্রশ্ন করছে এবং নেগেটিভ টিপ্পনি কাটছে, স্যাম্পল, "এই আন্দোলন অবৈধ!" আপডেটঃ সকাল ১১.৩০ কিছুক্ষণ আগে ওখানে উপস্থিত ছিলো এরকম একজন প্রাক্তন ছাত্রীর কাছ থেকে জানা গেছে, পুরো ঘটনাটা কে পলিটিকাল রুপ দেয়ার চেস্টা করা হচ্ছে, বলা হচ্ছে নাকি আম্বিয়া খাতুন জামাতপন্থি, প্রিন্সিপাল চেঞ্জ করার পিছনে নাকি এখন বিএনপি - জামাত উঠে পড়ে লাগসে এই ধরনের বক্তব্য ছড়ানো হচ্ছে।

আপডেটঃ সকাল ১১.৩০ অলরেডি ডিবি ঢুকে গেছে ক্যাম্পাসে (ছাত্রীরা জানিয়েছে)। টোটাল ঘটনাকে বানাচ্ছে পলিটিকাল, অথচ ঘটনাগুলো একান্তই অমানুষের বিপক্ষে মানবতার লড়াই। আপডেটঃ ১১.৪৫ মেয়েদের স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না। মেয়েরা করিডোর ব্লক করে অবস্থান করছে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.