আমাদের কথা খুঁজে নিন

   

ভিকারুন্নেসা নুন স্কুল ধংবস করেছেন রাশেদ খান মেনন।

good কার্ল মার্কসের মতবাদে বিশ্বাসী বাংলাদেশের বামদের অগ্রদূত ছিলো রাশেদ খান মেনন। যদিও উনার ইদানিং আচরণে এটা নিশ্চিত যে, উনি শিয়াল হয়ে আসলে বাঘের চামড়া পরে ছিলো। লক্ষ্য করুন আমি কিন্তু শিয়াল বলেছি গাধা বা ছাগল বলিনি। কারন রাশেদ খান মেনন শিয়ালের চেয়ে বেশী ধূর্ত। তাই বাম রাজনীতির নীতি কথাগুলোকে পায়ে ঠেলে উনি নৌকা প্রতিক নিয়ে রমনা-মতিঝিল আসনের সংসদ সদস্য হোন।

সংসদ সদস্য হওয়ার পর থেকেই উনার বিরুদ্ধে একের পর এক অভিযোগের কথা শুনা যায়। ব্যবসায়ী নন কিন্তু গত দেড় বছরে উনি কোটি কোটি টাকা কামিয়েছেন। সবচেয়ে আশংকাজনক কথা হলো দেশের শিক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখানো শুরু করেছে এই বাম রাজনীতিবিদ। শিক্ষা মন্ত্রাণালয় সংক্রান্ত কমিটির সভাপতি হয়েছেন রাশেদ খান মেনন। বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান ভিকারুন্নেসা নুন স্কুলের গভর্নমেন্ট বডির সভাপতিও হয়েছেন রাশেদ খান মেনন।

-> সভাপতি হয়েই ভিকারুন্নেসা নুন স্কুলের ঐতিহ্য, শিক্ষা ব্যবস্থা, মানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শুরুতেই শুরু করেছিলেন ভর্ত্তি বাণিজ্য। -> এতোদিন ধরে যে ভর্ত্তি প্রশ্নপত্র তৈরী করছিলো শিক্ষকরা সেটা করেছেন এবার রাশেদ খান মেনন। -> অভিযোগ আছে এবার ভর্ত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৬৫ ভাগ এবং সভাপতি সহ সভাপতির চাটুকাররা মিলে বাকি ৩৫ ভাগ ভর্ত্তি করিয়েছেন। -> রাশেদ খান মেনন এবং উনার সাঙ্গুপাঙ্গুরা শুরুতেই ৭১ টি ফরম নিয়ে যান এবং এদের সবাইকে ভর্ত্তি করা হয়। -> পরবর্তিতে ১৩৫ জনের সুপারিশ পাঠানো হয় যাদেরকেও ভর্ত্তি করা হয়।

ফলে প্রতি ক্লাসেই ২০-২২ জন নতুন ছাত্রী নেওয়া যায়। পরিমল জয়ধর ছাড়া ওই স্কুলের আরো পাঁচ শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন অভিভাবকরা। সম্প্রতি নিয়োগ পাওয়া ওই শিক্ষকদের মধ্যে রয়েছেন বরুণ চন্দ্র বর্মণ, বিষ্ণুপদ বড়াই, বাবুল ও অভিজিৎ। অভিযুক্ত শিক্ষকদের মধ্যে বরুণ চন্দ্র বর্মণের বিরুদ্ধে বাণিজ্য বিভাগের দশম শ্রেণীর ছাত্রীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে গত ২৭ জুন। ওই লিখিত অভিযোগে বলা হয়েছে, 'বরুণ চন্দ্র বর্মণ ক্লাসে অশ্লীল-কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার ও বাজে ধরনের ইঙ্গিত দেন ছাত্রীদের।

' তবে স্কুল কর্তৃপক্ষ এখন পর্যন্ত বরুণ চন্দ্র বর্মণের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। কালের কণ্ঠের পক্ষ থেকে অভিযুক্ত ছয় শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ফোনে পাওয়া যায়নি। অভিভাবক ও স্কুলের ছাত্রীরা কালের কণ্ঠের কাছে অভিযুক্ত ছয় শিক্ষক সম্পর্কে বলে, প্রকাশ্যেই ছাত্রীদের নানাভাবে শারীরিক নির্যাতন করেন তাঁরা। বিষয়টি প্রায় সব অভিভাবকই জানেন। অভিভাবকদের দাবি, গার্লস স্কুল থেকে পুরুষ শিক্ষক প্রত্যাহার করতে হবে।

অভিযুক্ত ছয় শিক্ষকেরই বাড়ি গোপালগঞ্জ হওয়ায় পুলিশ কোনো তৎপরতা দেখাচ্ছে না বলে অভিযোগ করেন অভিভাবকরা। একজন পরিমলই হোক দৃষ্টান্তমুলুক সাজার অনন্য উদাহরণ..আসুন ছোট এই বোনদের পাশে দাড়াই। দুই লাখ ষাট হাজার টাকা এখন আমি কোথায় পাবো? রাশেদ খান মেনন প্লিজ স্টপ নাউ এন্ড ইউ ক্যান গো নাউ "এটা রেইপ না, এটা মিউচুয়াল সেক্স। "ভিকারুননিসায় প্রিন্সিপাল হোসনে আরা  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.