আমাদের কথা খুঁজে নিন

   

সুইমিংপুলে ছন্দের ঝড় রোমাশিনার

এর আগে টেকনিকাল একক ইভেন্টে রাশিয়াকে প্রথম সোনা এনে দিয়েছিলেন ২৩ বছর বয়সী রোমাশিনা।
রোববার টেকনিকাল দ্বৈতে সুইমিংপুলের পানিতে অপূর্ব কলাকৌশল দেখানোতে তার সঙ্গী ছিলেন সভেতলানা কোলেসনিচেঙ্কো।
রৌপ্য পদক জিতেছেন চীনের জমজ বোন তিংতিং ও ওয়েন ওয়েন জিয়াং। স্বাগতিক স্পেনের ওনা কারবোনেল আর মারগারিদা ক্রেসপি পেয়েছেন ব্রোঞ্জ।
মস্কোর মেয়ে রোমাশিনা তথ্য প্রযুক্তি নিয়ে পড়ছেন।

এ প্রতিযোগিতায় আরো দুটি সোনা জেতার (একক ও দ্বৈত ফ্রি রুটিন) লক্ষ্য তার।
পুরুষদের ১০ মিটার সিনক্রোনাইজড ডাইভিংয়ে চীনের আধিপত্য ভেঙে সোনা জিতেছেন জার্মানির সাশা ক্লেইন ও প্যাট্রিক হসডিং। এ প্রতিযোগিতায় টানা সাত বছর রাজত্ব করেছে চীনারা পেয়েছে ব্রোঞ্জ পদক। তাদের সঙ্গে চরম প্রতিদ্বন্দ্বিতার পর রূপা জিতেছে রুশ ডাইভাররা।
শনিবার থেকে শুরু হয়েছে জলক্রীড়ার সবচেয়ে বড় প্রতিযোগিতা ‘ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশিপ’।

এটি প্রতিযোগিতার ১৫তম আসর।
১৫ দিনের প্রতিযোগিতায় মোট ১৮১ টি দেশের সর্বমোট ২ হাজার ২৯৩ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।