আমাদের কথা খুঁজে নিন

   

সুইমিংপুলে মনোলগ

কেমন যেন ভালোবাসা ভালোবাসা বোধ হচ্ছে কেমন যেনো বোধ হচ্ছে শূণ্যতা; মুখের ভেতর কেমন যেনো তেতো তেতো লাগছে, এ-কি প্রেম! এই সুন্দর রোদ্দুরে, ফুরফুরে হাওয়ায় সুইমিংপুলের চারিদিকে ছড়ানো প্রাণের মাঝে এসে প্রেম প্রেম ওম ভেবে এ কেমন শূন্যতার ধাত! শোনো, সামান্য বিরতি নিয়ে জল থেকে উঠে মেয়নিজ দিয়ে ফ্র্যাঞ্চফ্রাই আর একটা বিয়ার নিয়ে রোদ্দুরে খানিক বসো, খাও, জিরাও, সঙ্গে একটা সিগারেট ধরিয়ে দাও আরামসে টান; তারপর দেখো— রোদেলা আকাশের নিচে গাছের সবুজ কী সুন্দর! যুবকের সুঠাম শরীর কী সুন্দর! তরুনীর গোলাপ তণু, ছিনালের মুখের পবিত্র আভা, পকেটমারের মুখ— কী সুন্দর! তোমার মুখের তেতো স্বাদ— কী সুন্দর! ভালোবাসা ভালোবাসা বোধ কী সুন্দর! অদ্ভুত অলঙ্ঘনিয় শূণ্যতা—প্রেম— সেও, আহা! সুন্দর! ০৯.০৬.১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।