আমাদের কথা খুঁজে নিন

   

ডিএসইতে সূচকপতন, বিক্ষোভ

গত তিন কার্যদিবসে ডিএসই সূচক ২২৯ পয়েন্ট পড়ে যাওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ করেছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা।
সোমবার সকাল ১১টায় লেনদেন শুরুর পর সূচক কিছুটা উঠলেও এরপর কমতে শুরু করে। বেলা পৌনে ১টার দিকে সূচক আগের দিনের চেয়ে প্রায় ৩৫ পয়েন্ট বেড়ে যায়। তবে এরপর আবারও নেমে আসে।
দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৩৫ পয়েন্ট কমে চার হাজার ৫৪ পয়েন্ট হয়।


এ বাজারের বাছাই সূচক ডিএস ৩০ আগের দিনের চেয়ে প্রায় ২৩ পয়েন্ট কমে হয়েছে ১ হাজার ৪৯৫ পয়েন্ট ।
সারা দিনে ডিএসইতে প্রায় ৪৩২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা রোববারের চেয়ে ২১০ কোটি টাকা কম।
এদিন দাম বেড়েছে ৮৫টি শেয়ারের, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত ছিল ২৩টি কোম্পানির শেয়ারের দাম।
এদিকে ক্রমাগত দড়পতনের প্রতিবাদে দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ দেখায় ক্ষুদ্র বিনিয়োগকারীরা। ঈদের আগে এভাবে দড়পতনে হতাশা প্রকাশ করেন তারা।


সপ্তাহের প্রথম দিন রোববার সূচক কমে ১৩৩ পয়েন্ট, লেনদেন হয় ৬০৭ কোটি টাকার শেয়ার।  
গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ৩৯ পয়েন্ট কমে। গড়ে ৮৫৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।   তার আগের সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক কমে ৭ পয়েন্ট।
রোজার মাসে ডিএসইতে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টা লেনদেন হচ্ছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।