আমাদের কথা খুঁজে নিন

   

সূচক কমেছে ডিএসইতে

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর  সূচক কমতে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৬৯ পয়েন্ট কমে ৩ হাজার ৮৩২ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় দশমিক ১২ পয়েন্ট কমে হয় ১ হাজার ৪০৭ পয়েন্ট।
লেনদেন হয় প্রায় ৪১৮ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ৩৪ টির, কমে ২৩৫ টির এবং অপরিবর্তিত ছিল ৮ টির দাম।
সোমবার ডিএসইএক্স বাড়ে প্রায় ২৮ পয়েন্ট।

লেনদেন হয় ৪৭০ কোটি টাকা।
রোববার ডিএসইএক্স বাড়ে প্রায় ১০০ পয়েন্ট। লেনদেন হয় ৫০০ কোটি টাকার উপরে যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ।
মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০ টি কোম্পানি হলো, আমরা টেকনোলজি, প্রাইম ইন্সুঃ, মডার্ন ডাইয়িং, অগ্নি সিস্টেম, ডেফোডিল কম্পিউটারস, গোল্ডেন হারভেষ্ট, বিএসসিসিএল, ব্র্যাক সেকেন্ড, সামিট পূর্বাচল পাওয়ার ও জুট স্পিনার্স।
দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, জিবিবি পাওয়ার, এসপি সিরামিকস, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো সিনথেটিকস, এশিয়ান ইন্সুরেন্স, বেক্সিমকো লি., যমুনা ব্যাংক, আজিজ পাইপস, গ্লোবাল ইন্সুরেন্স ও ইউনিক হোটেল।


গত সপ্তাহে ডিএসই সার্বিক সূচকে যোগ হয়েছে প্রায় ২১৪ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ৩৫৭ কোটি টাকা।
এর আগের আগের সপ্তাহে ডিএসই সার্বিক সূচকে যোগ হয়েছে প্রায় ৯১ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ১৬৩ কোটি টাকা।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.