আমাদের কথা খুঁজে নিন

   

ডিএসইতে সূচকে ওঠানামা

বুধবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচকে ওঠানামা চলতে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৯ পয়েন্ট কমে ৩ হাজার ৫০৬ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় দশমিক ১ পয়েন্ট কমে হয় ১ হাজার ৩০৭ পয়েন্ট।
লেনদেন হয় প্রায় ১৩০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ১১৪টির, কমে ১২৬টির। অপরিবর্তিত ছিল ৩৬টির দাম।


মঙ্গলবার ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১ পয়েন্ট কমে। লেনদেন হয় প্রায় ১২১ কোটি টাকার শেয়ার।
সোমবার ডিএসইএক্স প্রায় ৯ পয়েন্ট কমে। লেনদেন হয় প্রায় ১৩৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
সপ্তাহের প্রথম দিন ডিএসইএক্স প্রায় ৪৬ পয়েন্ট কমে।

লেনদেন হয় প্রায় ১৭৭ কোটি টাকার শেয়ার।
গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে কমে প্রায় ১৯ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ২০০ কোটি টাকা।
এর আগের সপ্তাহে ডিএসইএক্স এ যোগ হয় প্রায় ৮২ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ১৬১ কোটি টাকা।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।