আমাদের কথা খুঁজে নিন

   

যারা নেটবুক কিনতে চান তাদের জন্য এটি একটি জরুরি পোষ্ট: এ সময়ের সেরা ১০ নেটবুক

তথ্যপ্রযুক্তির দ্রুত সম্প্রসারণের এই যুগে প্রযুক্তিপ্রেমীদের কাছে নেটবুক এখন বেশ পরিচিত ও জনপ্রিয়। নেটবুককে কেউ কেউ মিনি নোটবুকও বলে থাকেন। নেটবুক হচ্ছে সাব-নোটবুকের একটি শাখা এবং এর ওজন কম, সাইজও ছোট। অন্যদিকে দামেও ল্যাপটপের চেয়ে তুলনামূলক সস্তা। ২০০৭ সালের শেষ দিকে বাজারে আসার পর এখন পর্যন্ত নেটবুক প্রযুক্তি বাজারে বেশ শক্তিশালী অবস্থান দখল করে আছে।

বেশিরভাগ নেটবুক হালকা ওজন, দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ সুবিধা, ছোট আকারের স্ক্রিন (৯ থেকে ১২ ইঞ্চি) এবং বিদ্যুত্ সাশ্রয়ী বৈশিষ্ট্যের হয়ে থাকে। দিন দিন নেটবুকের জনপ্রিয়তা বাড়তে থাকায় নির্মাতা প্রতিষ্ঠানগুলোও নতুন নতুন নানা ধরনের অত্যাধুনিক নেটবুক বাজারে নিয়ে আসছে প্রতিনিয়তই। পিসি ম্যাগাজিনের দৃষ্টিতে বর্তমান সময়ের সেরা দশ নেটবুক নিয়ে আলোচনা করা হলো। লিখেছেন এইচপি মিনি ২১০-১১৪২ সিএল ডিজাইন : বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান এইচপি’র তৈরি এই নেটবুকের ডিজাইন ক্রেতাদের আকৃষ্ট করে থাকে। এই নেটবুকে নকশার ছাপ, কালো গ্লোস প্লাস্টিকের লেমিনেটিং, উজ্জ্বল রং এবং এর কাঠামো অন্য নেটবুক থেকে একে আলাদা আকৃতি দিয়েছে।

বৈশিষ্ট্য : এই নেটবুকে রয়েছে ১০২৪ ী৬০০ রেজ্যুলেশন সমৃদ্ধ দশ ইঞ্চি প্রশস্ত স্ক্রিন। এতে রয়েছে ৭২০০ আরপিএম গতিসম্পন্ন ২৫০ জিবি হার্ড ড্রাইভ, তিনটি ইউএসবি পোর্ট, ইথারনেট, অডিও পোর্ট, মাল্টিমিডিয়া কার্ড রিডার এবং ভিজিএ সুবিধা। এইচপির এই নেটবুক ইন্টেলের অত্যাধুনিক এটম প্রসেসর দিয়ে তৈরি। বর্তমানে এটি ডিডিআরথ্রি মেমোরি সাপোর্ট করে। এতে ১ জিবি ডিডিআরথ্রি মেমোরি আছে।

কিন্তু খুব সহজে একে ২ জিবিতে আপগ্রেড করা যায় না। এইচপি৫১০২ এবং আসুস ১০০৫ পিআর মডেলের নেটবুকে যে মেমোরি স্পট আছে তাতে সহজে আপগ্রেড করা যায়। এই নেটবুক সাড়ে চার মিনিটে ভিডিও এনকোডেড করতে পারে; যা স্যামসাং এন২১০, তোশিবা এনবি ৩০৫ এবং এইচপি ৫১০২ মডেলের নেটবুকের চেয়ে দ্রুত। ৬৩ ডব্লিউএইচ ব্যাটারি ক্ষমতার এই নেটবুকের ব্যাটারি ব্যাকআপ প্রায় নয় ঘণ্টা। নেটবুকটির ওজন ১.২৫ কেজি।

এসার এস্পায়ার ওয়ান এও৫২১-৩৭৮২ এসারের তৈরি অত্যাধুনিক এবং বিদ্যুত্ সাশ্রয়ী নেটবুকগুলোর মধ্যে এসার এস্পায়ার ওয়ান এও৫২১-৩৭৮২ মডেলটি অন্যতম। মাল্টিটাস্ক সুবিধা সম্পন্ন এই নেটবুক প্রযুক্তি বাজারে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। শিক্ষার্থী ছাড়াও এই নেটবুক ব্যবসায়ী এবং ভ্রমণকারীদের খুব সহজেই আকৃষ্ট করে থাকে। বড় আকারের কিবোর্ড এতে নতুন মাত্রা যোগ করছে। মাইক্রোসফট উইন্ডোজ ৭ স্টার্টার অপারেটিং সিস্টেমসম্পন্ন এই নেটবুকের অন্যান্য বৈশিষ্ট্য হচ্ছে— বৈশিষ্ট্য : এসারের এই নেটবুকে রয়েছে ১০২৪ী৬০০ রেজ্যুলেশন সম্পন্ন ১০.১ ইঞ্চি এলইডি ব্যাকলিট স্ক্রিন, যাতে পরিষ্কার ছবি ওয়েব ব্রাউজিংয়ে ভিন্নমাত্রা যোগ করবে।

এই নেটবুকের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে : ১.৭ গিগাহার্জ এএমডি এথলন টু নিও সিঙ্গেল-কোর প্রসেসর কে১২৫, এটিআই রেডিঅন এইচডি ৪২২৫ গ্রাফিক্স কার্ড, ২৫০ জিবি সাটা হার্ড ড্রাইভ এবং এর গতি ৫৪০০ আরপিএম, ১ জিবি ডিডিআরথ্রি র্যাম, ছয়-সেল ব্যাটারি সহযোগে এর ব্যাটারি ব্যাকআপ সাড়ে পাঁচ ঘণ্টা, ১.৩ মেগাপিক্সেল ক্রিস্টাল আই ওয়েবক্যাম, মাল্টি-গেসচার টাচপ্যাড, ৮৪ কি এসার ফাইন টিপ কিবোর্ড, ওয়্যারলেস-এন ওয়াই-ফাই নেটওয়ার্কিং সুবিধা, অত্যাধুনিক ব্লু-টুথ ৩.০ কানেক্টিভিটি, ১০/১০০ ইথারনেট, তিনটি ইউএসবি ২.০ পোর্ট, মাল্টি মেমোরি কার্ড, রিডার, এইচডিএমআই পোর্ট সুবিধা। এই নেটবুকের ওজন ১.৩ কেজি। আসুস ইইই পিসি ১২১৫ এন মাত্র কয়েক বছর আগেও যেখানে ইন্টেলের এটমভিত্তিক সিঙ্গেল-কোর প্রসেসরে নেটবুক তৈরি হতো সেখানে আসুসের তৈরি ইইই পিসি ১২০১ এন মডেলের নেটবুক ডুয়েল-কোর প্রসেসর দিয়ে তৈরি। এটি নেটটপ (নেটবুকের ডেস্কটপ ভার্সন) হিসেবেও পরিচিত। এই নেটবুকে রযেছে প্রায় সম্পূর্ণ কিবোর্ড, পাশাপাশি রয়েছে টাচপ্যাডও।

অত্যাধুনিক এই নেটবুকের অন্যান্য বৈশিষ্ট্য হচ্ছে— বৈশিষ্ট্য : ১৩৬৬ী৭৬৮ রেজ্যুলেশনের ১২.১ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ১৮ গিগাহার্জ ইন্টেল এটম ডি ৫২৫ ডুয়েল কোর প্রসেসর, ৮০০ মেগাহার্জ ২ জিবি ডিডিআরথ্রি র্যাম, ৫৪০০ আরপিএম গতিসম্পন্ন ২৫০ জিবি সাটা হার্ডডিস্ক ড্রাইভ এবং রয়েছে ৫০০ জিবি অনলাইন স্টোরেজ সুবিধা, ০.৩ মেগাপিক্সেল ওয়েবক্যাম, ৮০২.১১বি/জি/এন ওয়াই-ফাই এবং ব্লুটুথ, ৪টি মিডিয়া কার্ড স্লট, ছয় সেল লিথিয়াম-আয়ন ব্যাটারি, ব্যাটারি ব্যাকআপ প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা। আসুস ইইই পিসি ১০০১ পি আসুসের তৈরি তুলনামূলক সস্তা মূল্যের নেটবুকের মধ্যে এই মডেলটি অন্যতম। সুপার হাইব্রিড ইঞ্জিন (এসএইচই) প্রযুক্তিতে তৈরি এই নেটবুক প্রযুক্তি জগতে নতুন মাত্রা যোগ করতে সক্ষম হয়। উইন্ডোজ ৭ স্টার্টার অপারেটিং সম্পন্ন এই নেটবুকের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে— বৈশিষ্ট্য : ১০.১ ইঞ্চি এলইডি-ব্যাকলিট ডিসপ্লে, ইন্টেল এটম এন ৪৫০ প্রসেসর, ব্যাটারি সাশ্রয়ী আসুস সুপার হাইব্রিড ইঞ্জিন প্রযুক্তির ব্যবহার, প্রায় সম্পূর্ণ আকারের কিবোর্ড, মাল্টি টাচ ট্রাকপ্যাড, ২৫০ জিবি হার্ডডিস্ক ড্রাইভ, ১ জিবি সিস্টেম মেমোরি, যা ২ জিবি পর্যন্ত্ম বর্ধিত করা যায়, ওয়াই-ফাই নেটওয়ার্ক সুবিধা, ২১ ব্লুটুথ, উইন্ডোজ ৭ স্টার্টার, ওয়েব ক্যাম এবং ডিজিটাল মাইক্রোফোন, ১১ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ, ওজন ১.৩ কেজি। লেনেভো থিঙ্কপ্যাড এক্স১০০ই লেনেভোর তৈরি ছোট আকার এবং অল্প ওজনের নেটবুকের মধ্যে এটি উল্লেখযোগ্য।

বর্তমানে এই নেটবুক সিঙ্গেল কোর প্রসেসরে তৈরি হলেও লেনেভো পরিকল্পনা করেছে দ্রুত ডুয়েল-কোর এএমডি এথলিয়ন এবং টিউরিঅন প্রসেসরে আইডিয়া প্যাড তৈরি করার। থিঙ্ক প্যাডের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে— বৈশিষ্ট্য : ১৩৬৬ী৭৬৮ রেজ্যুলেশন সম্পন্ন ১১.৬ ইঞ্চি ডব্লিউএক্সজিএ এইচডি এলইডি ব্যাকলিট ডিসপ্লে, ২৫০ জিবি ৫৪০০ আরপিএম সাটা হার্ডড্রাইভ, এটিআই রেডিয়ন ৩২০০ গ্রাফিক্স কার্ড, ১.৬ গিগাহার্জ এএমডি এথলিয়ন নিও সিঙ্গেল-কোর এমভি-৪০ মোবাইল প্রসেসর, ২ জিবি পিসি ২-৫৩০০ ডিডিআর ২ র্যাম, মাল্টিটাচ ট্রাকপ্যাড, উইন্ডোজ ৭ হোম প্রিমিয়াম ৩২ বিট অপারেটিং সিস্টেম, ৮০২.১১ বি/জি/এন ওয়াই-ফাই, ব্লুটুথ, ০.৩ মেগাপিক্সেল ওয়েবক্যাম, ছয়-সেল ব্যাটারি, কোর ইন ওয়ান কার্ড রিডার, নেটবুকটির ওজন ১.৪৭ কেজি। স্যামসাং এন ২১০ স্যামসাংয়ের তৈরি অত্যাধুনিক নেটবুক এটি। এ বছর যেসব নেটবুক প্রযুক্তি বাজারে বেশ সাড়া ফেলতে সক্ষম হয়, স্যামসাংয়ের তৈরি এই মডেলটি তার মধ্যে অন্যতম। বিদ্যুত্ সাশ্রয়ী এবং দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ সম্পন্ন এই নেটবুক এরই মধ্যে ক্রেতাসাধারণের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

এই নেটবুকের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে— বৈশিষ্ট্য : ১০২৪ী৬৪০ রেজ্যুলেশন সম্পন্ন ১০.১ ইঞ্চি ডিসপ্লে, ১.৬৬ গিগাহার্জ ইন্টেল এটম এন ৪৫০ প্রসেসর, ২৫০ জিবি সাটা হার্ড ড্রাইভ, ইন্টেল জিএমএ ৩১৫০ গ্রাফিক্স কার্ড, ৮০০ মেগাহার্জ ১ জিবি ডিডিআর ২ এসডি র্যাম, থ্রি ইন ওয়ান কার্ড রিডার, ০.৩ মেগাপিক্সেল ওয়েব ক্যাম, ২.১ ইডিআর ব্লুটুথ, ৮০২.১১ বি/জি/এন/ ওয়াই-ফাই, ইথারনেট, মাল্টিটাচ টাচপ্যাড, ইউএসবি পোর্ট, ১১.২ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সুবিধা, উইন্ডোজ ৭ স্টার্টার ৩২-বিট অপারেটিং সিস্টেম, ওজন ১.৩৪ কেজি। লেনেভো আইডিয়া প্যাড এস১০-৩টি বর্তমানে বাজারে বিভিন্ন কোম্পানির তৈরি হরেক রকম নেটবুক চোখে পড়ে। কিন্তু এসবের মধ্যে যেসব মডেলের নেটবুক বেশ ব্যবসাসফল হয়েছে, লেনেভোর তৈরি এই নেটবুক তার মধ্যে অন্যতম। এটি হচ্ছে মাল্টিটাচ আল্ট্রা-স্লিম মডেলের নেটবুক। এই নেটবুকের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে— বৈশিষ্ট্য : ১০২৪ী৬০০ রেজ্যুলেশন ওএলইডি মাল্টি-টাচ ডিসপ্লেসম্পন্ন ১০.১ ইঞ্চি ডিসপ্লে, ১.৬৬ গিগাহার্জ ইন্টেল এটম প্রসেসর, ১ জিবি ২০৪ পিন ডিডিআর ২ র্যাম, ৫৪০০ আরপিএম ২৫০ জিবি সাটা হার্ড ড্রাইভ, উইন্ডোজ ৭ স্টার্টার অপারেটিং সিস্টেম, উচ্চগতিসম্পন্ন ওয়াই-ফাই সুবিধা, ১.৩ মেগাপিক্সেল ওয়েবক্যাম, কার্ড রিডার এবং ইউএসবি পোর্ট, ওজন ১.৩ কেজি, ৪০২ ওয়াই-ফাই, ব্লুটুথ, মাল্টিটাচ ট্রাকপ্যাড, ছয় সেল ব্যাটারি, সাড়ে সাত ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ।

তোশিবা মিনি এনবি৩০৫-এন৪১০ তোশিবার তৈরি দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ সম্পন্ন নেটবুকের মধ্যে এটি অন্যতম। এলইডি-ব্যাকলিট ডিসপ্লেসম্পন্ন এই নেটবুকটির মাল্টি-টাচ প্যাড প্রযুক্তি বেশ অত্যাধুনিক। এই নেটবুকের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে— বৈশিষ্ট্য : ১০২৪ী৬০০ রেজ্যুলেশন সম্পন্ন ১০.১ ইঞ্চি এলইডি ব্যাকলিট ডিসপ্লে, ১.৬৬ গিগাহার্জ ইন্টেল এটম এন৪৫০ প্রসেসর, ২৫০ জিবি সাটা হার্ডড্রাইভ, ১ জিবি ডিডিআর ২ র্যাম, ইন্টেল গ্রাফিক্স মিডিয়া এক্সিলেটর ৩১৫০ ভিডিও প্রসেসর, ৮০২.১১বি/জিএন ওয়্যারলেস এন ওয়াই-ফাই নেটওয়ার্ক, তিনটি ইউএসবি পোর্ট, প্রায় সম্পূর্ণ আকারের কিবোর্ড, মাল্টিটাচ প্যাড, স্টেরিও স্পিকার, ১০/১০০ ইথারনেট, ডিজিটাল মেমোরি কার্ড রিডার, উইন্ডোজ ৭ স্টার্টার অপারেটিং সিস্টেম, ১১ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ, ওজন ১.২ কেজি। লেনেভো আইডিয়া প্যাড এস১২ এনভিডিয়া আয়ন চিপসেট সস্পন্ন লেনেভোর তৈরি অত্যাধুনিক নেটবুক এটি। এই নেটবুকটি বাজারে আসার পর ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল।

এই নেটবুকের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে— বৈশিষ্ট্য : ১২৮০ী৮০০ রেজ্যুরেশন সম্পন্ন ১২.১ ইঞ্চি এলইডি ডিসপ্লে, উইন্ডোজ ৭ হোম প্রিমিয়াম অপারেটিং সিস্টেম, ১.৬ গিগাহার্জ ইন্টেল এটম এন ২৭০ প্রসেসর, ৩ জিবি র্যাম, ৫৪০০ আরপিএম ২৫০ জিবি হার্ড ড্রাইভ, ৮০২.১১ বি/জি ওয়াই-ফাই, ২.১ ব্লুটুথ, ছয়-সেল ব্যাটারি, এনভিডিয়া আয়ন গ্রাফিক্স সুবিধা, সম্পূর্ণ আকারের কিবোর্ড, ছয় ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ, ওজন ১.৪ কেজি। এইচপি মিনি ৫১০২ বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এইচপি নেটবুক জগতে বেশ আলোচিত। এইচপির তৈরি বিভিন্ন মডেলের নেটবুক রয়েছে ক্রেতাদের পছন্দের শীর্ষে। এর মধ্যে অন্যতম হচ্ছে এইচপি মিনি ৫১০২ মডেলের নেটবুক। অত্যাধুনিক এই নেটবুকের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে— বৈশিষ্ট্য : ১০২৪ী৬০০ রেজ্যুলেশন সম্পন্ন ১০.১ ইঞ্চি ডায়াগোনাল ডিসপ্লে, ১.৬৬ গিগাহার্জ ইন্টেল এটম এন ৪৫০ প্রসেসর, ১ জিবি ৮০০ মেগাহার্জ ডিডিআর ২ এসডি র্যাম, ৭২০০ আরপিএম ২৫০ জিবি সাটা হার্ড ড্রাইভ, ইন্টেল জিএমএ ৩১৫০ ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড, ৮০২.১১ এ/বি/জিএন ব্রডকম, ২.১ ইডিআর ব্লুটুথ, কোর ইন ওয়ান মিডিয়া কার্ড স্লট, চার-সেল লিথিয়াম-আয়ন ব্যাটারি, ওজন ১.২ কেজি, প্রায় ১১ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.