আমাদের কথা খুঁজে নিন

   

আমার নতুন Acer নেটবুক

জীবনের দীর্ঘ পথ অনেকটা পেরিয়ে এসে আমি একজন ক্লান্ত পথিক, তবে অবসর খুবই কম। তাই ইচ্ছে থাকলেও লেখা হয় না তেমন একটা।

বেশ কিছুদিন ধরেই একটা ছোট ল্যাপটপ কেনার চিন্তা মাথায় ঘুরছিলো। আসলে এখন যে ধরনের কাজ করি তার জন্য এধরনের একটি ল্যাপটপ বা নেটবুক খুব উপযুক্ত। কয়েকদিন খোঁজ খবর করে দেখলাম ঢাকাতে যেগুলো পাওয়া যায় সবগুলোই প্রায় একই configuration এর।

অবশেষে গতকাল Acer এর Aspire One সিরিজের নেটবুকটা কিনে ফেললাম। আরেকটা ভাল option ছিলো লেনোভো-র এস১০। Aspire One এর নেটবুকটা এখন পর্যন্ত বেশ ভাল লাগছে। Genuine Windows XP ইন্সটল করা আছে, ভাবছি উবুন্টু ও রাখবো। আমার নকিয়া ই৭১ এর মাধ্যমে ব্লু-টুথ দিয়ে বেশ ভালোই ইন্টারনেট ব্যবহার করছি।

বেশ মজা। চলতে ফিরতে সবখানে ল্যাপটপ আর ইন্টারনেট। এখনও সেভাবেই লিখছি। নেটবুকটার আকার এতই সুবিধাজনক, সবখানে সাথে রাখা যায়। কী-বোর্ডটা ছোট হলেও টাইপ করতে কোন অসুবিধা হচ্ছেনা।

আজকে Open Office ইন্সটল করলাম। আরও কিছু ওপেন সোর্স software তালিকায় আছে, চেষ্টা করছি পাইরেটেড software ব্যবহার না করতে। আরেকটা বড় ব্যাপার হলো ব্যাটারী ব্যাক আপ। আজ সারাদিন ৩ ঘন্টা চলেছে, আর বাকী সময় স্ট্যান্ড-বাই তে ছিল, এখনো ব্যাটারী ৫০% এর বেশী আছে। দারুন।

এখন বিছানায় কোলের উপর নিয়ে টিভি দেখতে দেখতে ব্লগ লিখছি। আর কি চাই!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.