আমাদের কথা খুঁজে নিন

   

নেটবুক নাকি নোটবুক -১ : নেটবুক নিয়ে কিছু প্রশ্ন

I realized it doesn't really matter whether I exist or not.

নেটবুক নাকি নোটবুক, কোনটা কিনবো এই নিয়ে দ্বিধায় আছি। আপাতত এই প্রশ্ন বাদ দিয়ে নিচের কিছু প্রশ্নের উত্তর খুঁজছি। সেগুলো হলোঃ ইনটেল অ্যাটম প্রসেসর আর এএমডি প্রসেসরের মধ্যে পার্থক্য কী? কোনটা বেশি ভালো? নিচের মেশিন দু'টোর মধ্যে আপনার দৃষ্টিতে কোনটা ভালো? Asus 1201T MV40 Silver Notebook CPU - AMD MV40, 1.6 Ghz Display - 12.1 Inch. RAM - 2Gb HDD - 320Gb Optical Device - No Graphics - ATI Radeon HD3200 integrated graphics Network - W.LAN Bluetooth - Yes Backup Time - 5.2 Hrs OS - Dos Weight - 1.4 Kg Warranty - 1 Year এবং.. Asus 1005PX CPU - Intel Atom N450 CPU Clock Rate (GHz) - 1.66 Display Size (Inch) - 10.1 Display Type - LED-backlight WSVGA RAM (GB) - 1 HDD(GB) - 320 Network - Wireless LAN Bluetooth - Yes WebCam (MP) - 0.3 Card Reader - Yes Backup Time (Hrs.) - 8.5 Battery (Cell) - 6 Warranty (Year) - 1 প্রথমটা পছন্দ হয়েছিল কারণ স্ক্রিন সাইজ ১২.১ ইঞ্চি যেটা বেশ ভালো দেখায় (নিজে দেখেছি)। এছাড়াও ২ জিবি র‌্যাম থাকায় এটাকে প্লাস পয়েন্ট ধরেছিলাম। কিন্তু এএমডি প্রসেসর দেখে দমে গেলাম।

এছাড়াও প্রথমটায় গ্রাফিক্স কার্ড ইন্টিগ্রেটেডও দেখলাম মনে হয় যেখানে দ্বিতীয়টায় এ নিয়ে কোনো কথাই নেই। দ্বিতীয়টার ক্ষেত্রে জিনিসটা দেখতে পছন্দ হয়েছে আর কিছু না। এছাড়াও ইনটেল অ্যাটম প্রসেসর (যার সম্পর্কে জানি)। ১ জিবি র‌্যাম বাড়াতে আবার কত খরচ পড়ে তা যদিও জানি না। আসুস ছাড়া অন্য কোনো ব্র্যান্ডে ১২.১" ডিসপ্লে দেখলামও না।

আর দ্বিতীয়টার ক্ষেত্রে আসুসের চেয়ে ভালো ব্র্যান্ড থাকলে সাজেশন দিতে পারেন। আশা করছি সাহায্য পাবো।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.