আমাদের কথা খুঁজে নিন

   

স্রষ্টা ও সৃষ্টি

... and I took the one less traveled by, And that has made all the difference. 'যে শক্তি এই লক্ষ কোটি গ্রহ নক্ষত্রকে চালিত করেছেন তিনিই সমস্ত প্রানীকে, জীবকে, গাছকে, লতাপাতাকে এবং মানুষকেও কী অসীম সব ক্ষমতায় সম্পৃক্ত করে পাঠিয়েছেন। আমাদের তাকেই কি মানতে হয় না যিনি সৃষ্টিকারী? একই শক্তি থেকে আমরা সকলেই উদ্ভুত হয়েছি, সেই শক্তির নির্দেশে। তারই সামান্য অঙ্গুলী হেলনে আমাদের বিনাশ। যত দিন যাচ্ছে ততই বিজ্ঞান ঝুঁকছে অবিশ্বাস, নাস্তিক্যবাদ ছেড়ে বিশ্বাস আর আস্তিকতার দিকে। এই অদৃশ্য নিরাকার শক্তির অস্তিত্ব স্বীকার করে নেওয়ার প্রতি বৈজ্ঞানিকদের প্রবনতা দিনে দিনে কি গভীরতর হচ্ছে? যেদিন এই গ্রহর বৈজ্ঞানিকরা এক বাক্যে স্বীকার করবেন যে, স্রষ্টা আছেন এবং তারা বড়ই ঘোরাপথে স্রষ্টার বিভিন্ন সৃষ্টি নেড়েচেড়ে, কেটে-ছিড়ে তার নির্বিবাদ অস্তিত্বের বিশ্বাসে এসে পৌছুলেন তখন হয়ত আমি বেঁচে থাকবো না, কিন্তু বেঁচে থাকলে আমার বড়ই আনন্দ হতো।' Influenced from 'Kojagor'  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।