আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকের / টুইটারের আপনার বা বন্ধুদের পুরোন স্ট্যাটাস পোষ্ট খুজে বের করুন !

যখন দেখি চাওয়া-পাওয়া শূন্যতে মিলায়... তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই :-( ফেসবুক / টুইটারে আমরা অনেক সময় ভাললাগার অনেক পোষ্ট, গুরুত্বপূর্ণ লিঙ্ক, স্ট্যাটাস ইত্যাদি বন্ধুদের সাথে শেয়ার করে থাকি। প্রায় এমন হয় কিছুদিন আগে একটা লিঙ্ক বা স্ট্যাটাস দিয়েছেন এখন খুজে পাচ্ছেন না। খুজতে গেলেও অনেক জামেলা পোহাতে হয় পুরোন সব পোষ্ট ঘেটে সেই পোষ্ট’টি বের করতে হয় এটি অনেক জামেলার, সময় অপচয়। আবার আপনার বন্ধু কোন একটি পোষ্ট বা লিঙ্ক শেয়ার করেছিল এখন আপনার প্রয়োজন কিন্তু ভুলে গেছেন সেটিও খুজে বের করতে পারবেন। চাইলে যে কোন ব্যাক্তির, আপনার ফ্রেন্ডলিষ্টে নেই এমন কারো শেয়ার করা লিঙ্ক বা পোষ্ট খুজতে পাবেন।

আর এই কঠিন কাজটি করে দেবে SocialSearching.info সাইট’টি। SocialSearching.info এই লিঙ্কের মাধ্যমে প্রথমে সাইট’টিতে প্রবেশ করুন তারপর ফেসবুক এবং টুইটার দু;টি বাটন পাবেন যদি ফেসবুকে কোন পোষ্ট/স্ট্যাটাস/লিঙ্ক খুজতে চান তবে ফেসবুক বাটন পেটে আপনার ফেসবুক একাউন্ট দ্বারা লগইন করুন। Search friends or you থেকে আপনার ফ্রেন্ডের নাম বা আপনার নামের প্রথম ওয়ার্ড টাইপ করলেই নাম দেখতে পাবেন সিলেক্ট করে নিচের বক্সে যা সার্চ করবেন লিখে Search এ ক্লিক করলেই ডান পার্শ্বে সার্চ রেজাল্ট দেখতে পাবেন। Search everyone এর মাধ্যমে পাবলিক পোষ্ট গুলোর রেজাল্ট পাবেন যারা আপনার ফেন্ড লিষ্টে নেই তাদের। টুইটারের ক্ষেত্রে ফেসবুকের মত লগইন করতে হবে।

* পোষ্ট'টি সর্বপ্রথম আমার সাইট www.nilanchol.com এ প্রকাশিত।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.