আমাদের কথা খুঁজে নিন

   

আজকাল কিছু ভাল লাগে না।

নিজের মাঝেই আমি নিজে যেন হারিয়ে যাই বারবার। আজকাল আমার কিছুই ভাল লাগে না। নিজেকে নিয়ে খুব হতাশার মাঝে আছি। আমি জানি এমন ভাবে হতাশার মাঝে থাকলে একসময় পাগল হয়ে যাব এটা বুঝতে পারছি। কিন্তু কি করবো তা জানি না।

গতকাল রাতে ঘুমাতে ঘুমাতে ৪.০০ টা বেজে গিয়েছিল। ১২.০০ টা হতে ৩.৪৫ পর্যন্ত আমি গ্যারেজে বসে ছিলাম। তারপর ঘরে এসে হেলান দিয়ে বসেছিলাম প্রায় ৪.০০ পর্যন্ত। এরপর কখন যে ঘুমিয়েগেছি তা বুঝতে পারিনি। এখন মাথা ব্যাথা করছে।

কিছুটা ঝিমানিও লাগছে। কি করবো ঠিক বুঝতে পারছি না। খুব খারাপ লাগছে। সবকিছু বাদ দিয়ে যদি কোথাও চলে যেতে পারতাম তাহলে খুব ভাল হত। কিন্তু তাও পারি না।

কারণ যাবার কোন জায়গা নেই। আসলে আমি হতাশ হয়ে পরছি। নিজের কাছ হতে পালিয়ে বাঁচতে চাই কিন্তু পারছি না। কখনো পারবো কিনা তা জানি না। প্রথম প্রকাশাঃ আমার দিনকাল ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।